সিপিএল: বাতিল হল সেন্ট লুসিয়া স্টার্সের ফ্র্যাঞ্চাইজি

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ বা সিপিএলের সেন্ট লুসিয়া স্টার্সের ফ্র্যাঞ্চাইজি বাতিল করা হয়েছে। ফলে আগামী আসরে সিপিএলে অংশ নিতে পারছে না তারা।

সারা বিশ্বে চলমান টি-২০ ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় একতি হল ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ বা সিপিএল। আগামী আসরকে কেন্দ্র করে ইতোমধ্যে কয়েকজন নামী ক্রিকেটারকেও দলে ভিরিয়েছিল সেন্ট লুসিয়া। যেখানে রয়েছেন ড্যারেন সামি, লাসিথ মালিঙ্গা কিঙ্গা জন ক্যাম্পবেলের মত ক্রিকেটাররা। তবে মৌসুম শুরুর আগেই প্রস্তুতি নিতে থাকলেও শেষ পর্যন্ত সেটা আর ধোপে টিকলো না।

মূলত দলটির মালিকানা ছিল রয়্যাল স্পোর্টস ক্লাব এলএলসির কাছে। কিন্তু সিপিএলে কোনো ফ্র্যাঞ্চাইজির মালিকানা রাখার অধিকার হারিয়েছে ক্লাবটি। তাই এবারের আসরে দেখা যাবে না এই ফ্র্যাঞ্চাইজিটিকে।

নতুন দল সংযোজনের জন্য ইতোমধ্যে বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে সিপিএল কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সেন্ট লুসিয়া স্টার্সের স্থলাভিষিক্ত হওয়ার জন্য নতুন ফ্র্যাঞ্চাইজি খুঁজছে সিপিএল কর্তৃপক্ষ। যারা ২০১৯ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অংশ নিবে।’

উল্লেখ, আগামী ৪ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ বা সিপিএল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »