নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্রের নাম সাকিব আল হাসান।বাংলার এই পোস্টারবয় সারাবিশ্ব দাপিয়ে বেড়ান ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টুয়েন্টি লিগ গুলোয় খেলতে।বিশ্বসেরা এই অলরাউন্ডারকে প্রায় প্রতিটি লিগে দেখা যায় দলের অন্যতম ভরসার প্রতিক হিসেবে।যার ফলশ্রুতিতে চলমান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএলে আবারো নতুন ঠিকানায় দেখা যাবে সাকিবকে।আসরের মাঝপথে সাকিবকে দলে ভিড়িয়েছে বার্বাডোস ট্রাইডেন্স।
ইতিমধ্যে বিসিবি থেকে সিপিএল খেলার জন্য ছাড়পত্র পেয়ে গেছেন সাকিব।সবকিছু ঠিক থাকলে আজ আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচ খেলে আগামীকাল আমেরিকার উদ্দেশ্যে দেশ ছাড়বেন সাকিব।
চলমান সিপিএলে সাকিবের বার্বাডোস ট্রাইডেন্স খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই, আসরে এখন পর্যন্ত মাত্র দুই জয় নিয়ে পয়েন্ট টেবিলের ৪র্থ স্থানে অবস্থান দলটির।আর তাই দলের শক্তিমত্তা বাড়িয়ে নিতে আসরের মাঝামাঝি সময়ে বিশ্বসেরা অলরাউন্ডারকে দলে ভেড়াচ্ছে ফ্রাঞ্চাইজিটি।
তবে বার্বাডোস ট্রাইডেন্স ফাইনালে গেলেও পুরো টুর্নামেন্ট জুড়ে সাকিবকে দলে পাবেনা দলটি।
ছাড়পত্র দেওয়ার সময় বিসিবি হতে সাকিবকে জানিয়ে দেওয়া হয়েছে সিপিএলে ৪-৫ টি ম্যাচ খেলে দেশে ফিরে আসতে হবে সাকিবকে।কেননা আগামী নভেম্বরে ভারত সফরকে সামনে রেখে প্রস্তুতি ক্যাম্পের শুরু থেকে সাকিবকে ক্যাম্পে চায় বিসিবি।