নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ত্রিদেশীয় সিরিজের ফাইনাল শেষে ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ ( সিপিএল) খেলতে ওয়েস্ট ইন্ডিজ গিয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান ও লিটন কুমার দাস। সাকিব এর আগে সিপিএল খেললেও সিপিএলে এবারই প্রথম লিটন কুমার দাস। ইতিমধ্যেই টুর্নামেন্ট মাঝ পথে গড়িয়েছে কিন্তু ভালো অবস্থানে নেই সাকিবের বার্বাডোজ ও লিটনের তালাওয়াশ। বার্বাডোজের অবস্থান পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে আর লিটনের তালাওয়াশের অবস্থান একদম তলানীতে।
নেপালি লেগস্পিনার সন্দীপ লামিচানের পরিবর্তে খেলার কথা রয়েছে সাকিবের। সাকিবের দলে সাকিব ছাড়াও রয়েছে অ্যালেক্স হেলস, জেসন হোল্ডার ও ওয়াহাব রিয়াজের মত ক্রিকেটাররা। আর লিটন খেলবেন ক্রিস গেইল ও আন্দ্রে রাসেলের সতীর্থ হয়ে। শুক্রবারে ত্রিনিদান এন্ড টোবাগোর ম্যাচ দিয়ে শুরু হওয়ার কথা সাকিবের আর তারপর দিন ভোর ৬ টায় সেন্ট লুসিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে সিপিএলে অভিষেক হওয়ার সম্ভাবনা লিটনের।
একনজরে দেখে নেয়া যাক সাকিব লিটনের সিপিএলের ম্যাচ সুচি:
সাকিবের ম্যাচ:
২৭ সেপ্টেম্বর —- বার্বাডোজ বনাম ত্রিনিদান ( ভোর ৪ টা)
২৯ সেপ্টেম্বর —– বার্বাডোজ বনাম সেন্ট কিটস ( ভোর ৬ টা)
৩০ সেপ্টেম্বর —- বার্বাডোজ বনাম সেন্ট লুসিয়া ( ভোর ৪ টা)
৩ অক্টোবর —- বার্বাডোজ বনাম ত্রিনিদান ( ভোর ৫ টা)
লিটন দাসের দলের খেলার সুচি:
২৮ সেপ্টেম্বর —- তালাওয়াশ বনাম সেন্ট লুসিয়া ( ভোর ৬ টা)
৪ অক্টোবর —- তালাওয়াশ বনাম গায়ানা ( ভোর ৪ টা)