সিপিএলের শিরোপা জিতলো সাকিবের বার্বাডোস

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে ২৭ রানে হারিয়ে ২য় বারের মত সিপিএলের শিরোপা জিতলো বার্বাডোস ট্রাইডেন্টস। বার্বাডোসের দেওয়া ১৭২ রানের টার্গেটে খেলতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে গায়ানা। টপ অর্ডারে একমাত্র ব্রেন্ডন কিং ছাড়া কেউই সুবিধা করতে পারেন। গায়ানার অধিনায়ক শোয়েব মালিক ১১ বল খেলে মাত্র ৪ রান করে আউট হোন। পরাণ কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও ২৫ বলে ২৪ রান করে সাজঘরে ফেরেন।

শেষ দিকে কিমো পল কিছুটা মারমুখী ভঙ্গিতে ব্যাট চালালেও ১৪ বলে ২৫ রান করে হোল্ডারের হাত দিয়ে ক্যাচ দিয়ে তিনিও ফিরে যান। আর এতেই নিশ্চিত হয় গায়ানার পরাজয়। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৪ রান করতে সক্ষম হয় গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।

ফাইনালেও বল হাতে আলো ছড়াতে পারেন নি বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। নিজের প্রথম ওভারে সাকিব ছিলেন দুর্দান্ত। প্রথম ওভার মাত্র ৫ রান খরচায় শেষ করলেও নিজের ২য় ওভারে সাকিব দিয়েছেন ১৩ রান।

এর আগে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর ব্রায়ান লারা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বার্বাডোস অধিনায়ক জেসন হোল্ডার। উদ্বোধনী জুটিতে বার্বাডোসকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার। অ্যালেক্স হেলস ২৪ বলে ২৮ রান করে ফিরে গেলে ৩ নম্বরে ব্যাট করতে থামেন ফিলিপ সল্ট। এবারের সিপিএলে সব ম্যাচেই ৩ নম্বরে ব্যাট করতে নামা সাকিব ফাইনালে নামেন ৫ নম্বরে। ১৫ বলে ১৫ রান করে রান আউটের ফাঁদে পড়ে মাঠ ছাড়তে হয় এই অলরাউন্ডারকে। রান আউট হবার পর মাঠেই ক্ষোভ প্রকাশ করেন সাকিব।

সাকিবকে রান আউট করালেও শেষ দিকে ঝড়ো ব্যাটিংয়ে দলকে ভালো একটি অবস্থানে নিয়ে যান কার্টার। মাত্র ২৭ বলে ৪ টি চার ও ৪ টি ছয়ে ৫০ রান করেন তিনি।

এই জয়ে ২য় বারের মত সিপিএলের শিরোপা জয়ের স্বাদ পেল বার্বাডোস। টুর্নামেন্টর মাঝপথে বার্বাডোস শিবিরে যোগ দেন বাংলাদেশের পোস্টারবয় সাকিব আল হাসান। দলের শিরোপা জয়েও রেখেছেন অবদান। ব্যাটে বলে পারফর্ম করে দলকে করেছেন উজ্জীবিত। অন্যদিকে, ৫ বার ফাইনাল খেললেও এখন পর্যন্ত কোন শিরোপা জিততে পারে নি গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলা দলটিকে আবারো রানার আপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »