নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) আগামী আসরের জন্য প্লেয়ার ড্রাফটে রয়েছেন বাংলাদেশের ১৮ জন ক্রিকেটার। বুধবার সপ্তম আসরের জন্য নিলামে থাকা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড।
এবারের সিপিএল ড্রাফটে রয়েছে প্রায় দুইশ’রও বেশি ক্রিকেটার। বাংলাদেশ থেকে ১৮ জন ক্রিকেটার প্লেয়ার ড্রাফটে সুযোগ পেলেও অন্যান্য টেস্ট খেলুড়ে দেশের ক্ষেত্রে সংখ্যাটা আরও বেশি। বিদেশি ক্রিকেটারদের মধ্যে পাকিস্তানের ৮৩ জন, দক্ষিণ আফ্রিকার ৪৮ জন, ইংল্যান্ডের ৪১ জন, আফগানিস্তানের ৩৫ জন, শ্রীলঙ্কার ৩৪ জন, নিউজিল্যান্ডের ২৩ জন, অস্ট্রেলিয়ার ১৮ জন, জিম্বাবুয়ের ১০ জন, আয়ারল্যান্ডের ৪ জন ক্রিকেটার রয়েছেন্।
এছাড়া সহযোগি দেশের মধ্যে যুক্তরাষ্ট্রের ১২ জন, কানাডার ১২ জন, হংকংয়ের ৫ জন, নেপালের ৪ জন, কেনিয়ার ৪ জন, স্কটল্যান্ডের ৩ জন, আরব আমিরাতের ২ জন, বারমুডার ২ জন ও ওমানের ২ জন ক্রিকেটার ড্রাফটে সুযোগ পেয়েছেন।
সিপিএল প্লেয়ার ড্রাফটে বাংলাদেশি ক্রিকেটারঃ তাসকিন আহমেদ, সাকিব আল হাসান, এনামুল হক বিজয়, লিটন কুমার দাস, জাকির হাসান, আরিফুল হক, আফিফ হোসেন ধ্রুব, জুবায়ের হোসেন লিখন, তামিম ইকবাল, ইমরুল কায়েস, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান রুম্মন, মুশফিকুর রহিম, আবুল হাসান রাজু, মাহমুদউল্লাহ রিয়াদ, আবু হায়দার রনি, মোহাম্মদ সাইফউদ্দিন।