https://scontent.fdac27-1.fna.fbcdn.net/v/t1.0-0/p370x247/69266799_2732683093409813_4383768751321907200_n.jpg?_nc_cat=108&_nc_eui2=AeFLxhpH-COm8Z5TbXlXvNtt6uQWzyg9y0gJ9xtgUpYxbgtFyfQgV0u7Ok_W0FW05phmSTLdlxxqBrxmFyFN9AG436tQk7_IY4FVSo7BwbUxBw&_nc_oc=AQm-m00UhQR1hV_HPBXlztuLmf7-DH6XMozfZuKYOtMgbuMPGoUpk7eU5T80NfsOytk&_nc_ht=scontent.fdac27-1.fna&oh=b8dfa6a6bc076e0dd73927a994344b80&oe=5DFA1E9D »
আফগানিস্তানের বিপক্ষে এক টেস্ট ম্যাচই যেন ইতিহাস পালটে দিয়েছে বাংলাদেশ দলের। টেস্ট খেলুড়ে দশ দলের বিপক্ষে হার মেনে নেয়াটা যে সহজ কথা নয় সেটা আর বলার অপেক্ষা রাখে না।
দলের এমন লজ্জাজনক হারে ক্রিকেটাররা হজম করছেন সমালোচনা। বিসিবি বস নাজমুল হাসান পাপনও ক্রিকেটারদের একেবারে ধুয়ে দিয়েছেন। চট্টগ্রামে ম্যাচ দেখতে যাওয়ার কথা থাকলেও সেখানে যাননি তিনি।
এদিকে দলের এমন হতশ্রী অবস্থার কারণে গতকাল (৮ সেপ্টেম্বর) বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন সিনিয়র ক্রিকেটারদের নিজ বাসায় ডেকেছেন সেখানে ক্রিকেটারদের সাথে কথা বলার পর বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন তিনি। বিসিবি প্রেসিডেন্ট জানান, ‘টেস্ট ম্যাচটা হেরে গেছি বলে সিনিয়র ক্রিকেটারদের সাথে বসেছি। আজও অনেকের সাথে কথা হয়েছে। অনেকেই ভাবছেন সব শেষ হয় গেছে, কিন্তু আমার সেটা বিশ্বাস হয় না।’
দলের এমন খারাপ সময়ে ভারতের বিপক্ষ ২ রানে ম্যাচ হারার ক্ষতও তুলে ধরেছেন বিসিবি বস। ‘তাদেরকে বলেছি এমন কষ্ট আমরা আগেও পেয়েছি। এটাই সবচেয়ে কষ্টের না। আমার কাছে সবচেয়ে কষ্টের লাগে ভারতের বিপক্ষে বিশ্বকাপে ২ রানে হারা। এশিয়া কাপ ও নিদাহাস ট্রফির ফাইনালে হারও কষ্টের ছিল। এই হার নিয়ে এতকিছু বলার নেই, কিছুই শেষ হয়ে যায়নি।’