সিনিয়রদের নিয়ে হতাশা প্রকাশ করলেন পাপন

https://scontent.fdac27-1.fna.fbcdn.net/v/t1.0-0/p370x247/69266799_2732683093409813_4383768751321907200_n.jpg?_nc_cat=108&_nc_eui2=AeFLxhpH-COm8Z5TbXlXvNtt6uQWzyg9y0gJ9xtgUpYxbgtFyfQgV0u7Ok_W0FW05phmSTLdlxxqBrxmFyFN9AG436tQk7_IY4FVSo7BwbUxBw&_nc_oc=AQm-m00UhQR1hV_HPBXlztuLmf7-DH6XMozfZuKYOtMgbuMPGoUpk7eU5T80NfsOytk&_nc_ht=scontent.fdac27-1.fna&oh=b8dfa6a6bc076e0dd73927a994344b80&oe=5DFA1E9D »

সাদা পোশাকে বাংলাদেশ দল যতটা অভিজ্ঞ এর ছিটেফোঁটাও নেই আফগানদের মধ্যে। তবে সেটা সম্ভবত মুখের কথাতেই সীমাবদ্ধ হয়ে থাকছে! চলমান চট্টগ্রাম টেস্টের দিকে তাকালে তো যে কেউই বলে দিতে পারে বাংলাদেশের চেয়ে আফগানিস্তান দল বহু গুন এগিয়ে।

স্পিন উইকেট বানিয়ে বাংলাদেশ দল যখন চেয়েছে ফায়দা নিতে তখন উল্টো নিজের কাটা ফাঁদে নিজেই পড়েছে বাংলাদেশ দল। স্পিনারদের দিয়ে আক্রমণভাগ সাজানোর পরও ফল হয়েছে শূন্য।

অন্যদিকে ব্যাট হাতে আফগান ব্যাটসম্যানরা যখন হাঁকিয়ে যাচ্ছে সেঞ্চুরি তখন টাইগার বোলারদের তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া কোনো উপায় নেই। দলের এমন অবস্থায় তাই প্রশ্ন উঠেছে দলের সিনিয়র ক্রিকেটারদের নিয়ে। কেননা গুরুদায়িত্বটা তো থাকে তাদের কাঁধেই।

দলের এমন পারফরম্যান্সে হতাশা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান পাপন। তিনি বলেন, ‘পারফরম্যান্সের কথা বলতে গেলে অবশ্যই বলবো আফগানিস্তান এগিয়ে আছে। কেননা তারা টেস্টের মতই ব্যাটিং করছে। তাদের একজন সেঞ্চুরি করেছে বাকিরা আশি-নব্বই করেছে। আমাদের থেকে অন্য সব বাদ দিলাম যদি সাকিব, মুশফিক, রিয়াদরা পঞ্চাশও না করতে পারে তাহলে ওই ম্যাচ জেতার সম্ভাবনা থাকে না। ব্যাটসম্যানদেরকে দেখে আমার মনেই হয়নি তারা টেস্ট খেলছে।’

দলের ব্যাটসম্যানদের প্রতি হতাশা প্রকাশ করে তিনি আরও বলেন, ‘প্রথম ইনিংস আপনি দেখেন, সেট হয়ে লিটন দাস যে শটটা খেললো, মুমিনুল পঞ্চাশ করার পর কই একশো-দেরশো করবে। সে হল টেস্ট স্পেশালিস্ট, যে শটটা খেললো। কীভাবে টেস্ট খেলতে হয় সেটা কি ওদের বুঝাতে হবে এখন! ওরা (আফগানিস্তান) যদি ৩৭০ রান করে তাহলে বাংলাদেশের ৫০০ রান করা উচিত। মোটামুটি ব্যাটিং উইকেট ছিল এটা। না পারার কথা নয়।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »