নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সিডনিতে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিনে শেষে পাকিস্তানের বিপক্ষে জয়ে সুবাস পাচ্ছে অস্ট্রেলিয়া। দিন শেষে অস্ট্রেলিয়ার চেয়ে দ্বিতীয় ইনিংসে পকিস্তান ৮২ রানে এগিয়ে আছে। হাতে রয়েছে ৩ উইকেট।
বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় দিনের ২ উইকেটে ১১৬ রান নিয়ে প্রথম ইনিংসে তৃতীয় দিনের খেলা শুরু করেন অস্ট্রেলিয়া মার্নাস লাবুশানে ও স্টিভেন স্মিথ। ফিফটির দেখা পান লাবুশানে। স্মিথ ৩৮ রান করে দলীয় ১৮৭ রানে আউট হন। পরের ওভারেই ৬০ রান করা লাবুশানে আউট হন। এরপর ট্রাভিস হেডও ১০ রান করে ফিরে যান।
ষষ্ঠ উইকেট জুটিতে মিচেল মার্শ ও অ্যালেক্স ক্যারি শক্ত প্রতিরোধ গড়নে। এই জুনের পথেই লিডের পথে এগুচ্ছিল অস্ট্রেলিয়া। ফিফটি তুলে নেন মার্শ। ক্যারি ৩৮ রান করে দলীয় ২৮৯ রানে আউট হলে ভাঙ্গে ৮৪ রানের জুটি।
এরপরই পাকিস্তানি পেসার আমের জামালের বোলিং তোপের মুখে পড়ে অস্ট্রেলিয়া। ৫৪ রান করা মার্শকে ফেরান জামাল। প্যাট কামিন্স (০), নাথান লায়ন (৫) ও জশ হ্যাজালউড (০) দ্রুত আউট হলে ৫ উইকেটে ২৮৯ থেকে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে অলআউট হয় ২৯৯ রানে। পাকিস্তানের জামাল ৬৯ রানে ৬ উইকেট নিয়ে ইতিহাস গড়েন। পাকিস্তানের টেস্ট ইতিহাসে প্রথম বোলার হিসেবে তিন ম্যাচ বা তার কমের অভিষেক সিরিজে ১৮ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন জামাল।
১৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পাকিস্তানের ব্যাটাররা হ্যাজালউডের বোলিং তোপের মুকে পড়েন। স্কোর বোর্ডে ১ রান তুলতেই দুই উইকেট হারিয়ে বসে পাকিস্তান। এরপর সিয়াম আইয়্যুব ৩৩ আর বাবর আজম ২৩ রান করে আউট হলে ৬০ রানে ৪ উইকেট হারায় পাকিস্তান। এরপর হ্যাজালউড ইনিংসের ২৫তম ওভার করতে এসে এক ওভারেই সাউদ সাকিল (২), সাজিদ খান (০) আর আঘা সালমানের (০) উইকেট তুলে নিলে শূন্য রানে তিন উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় পাকিস্তান। দিন শেষে দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের সংগ্রহ ৭ উইকেটে ৬৭ রান। হ্যাজালউড ৪টি, স্টার্ক, লায়ন ও হেড ১টি করে উইকেট নেন।
নিউজক্রিকেট২৪/আরএ