নিউজ ডেস্ক »
প্রতিটা খেলোয়াড়েরই একজন করে পছন্দের কোচ থাকেন। যাদের সাথে কাজ করতে পারলে সবকিছুই সহজ হয়ে যায়। শচীনের যেমন ছিলেন রামাকান্ত আচরেকার। তেমনি সাবিবের ও রয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন। গেল বিশ্বকাপে ভালো পারফরমেন্সের রেশ এখনো কাটেনি। বিশ্বকাপে নজরকাড়া পারফরমেন্স করার আগে একান্তে নিভৃতে তালিম নিয়েছেন ছোট বেলার কোচ সালাউদ্দিনের কাছ থেকে। সম্প্রতি ক্রিকবাজের লাইভে এসে সাকিব বলেছেন তার কোচ সালাউদ্দিনের দু’একটা কথাই তাকে বদলে দেয়।
বিশ্বকাপের আগে আইপিএল খেলতে গিয়েছিলেন সাকিব। দল কম্বিনেশনের কারণে যখন দেখলেন তার সুযোগ হচ্ছে তখন বিশ্বকাপের প্রস্তুতি পর্ব সারতে দেশ থেকে উড়িয়ে নিয়ে যান কোচ সালাউদ্দিনকে।
দেশ থেকে কোচকে তার কাছে নিয়ে যাওয়ার ব্যাপারে সাকিব বলেন, ‘এটা আসলে স্বাচ্ছন্দ্যবোধের বিষয়। সালাউদ্দিন স্যার ছোট বেলা থেকেই আমাকে চেনেন জানেন সেক্ষেত্রে আমার খেলাটাকে তিনিই ভালো বুঝবেন জানবেন এ কারণেই তাকে আমার কাছে আনা। চৌদ্দ দিন সকাল বিকাল স্যারকে সাথে নিয়ে ট্রেনিং করেছি এবং নিজে স্বাচ্ছন্দ্যবোধ করেছি। আর একটা বিষয় স্যারের দুই একটা বাক্য দুই একটা শব্দ আমাকে বদলে দেয় তখন সব জটিলতা দূর হয়।’
সাকিব আরো বলেন, ‘আইপিএলে যখন দলের কম্বিনেশনের কারণে সুযোগ হচ্ছিলো না তখন আমি নিজেকে নিয়ে কাজ করার জন্য টম মুডির কাছে যায়, মুডি আমাকে সব ধরণের সাহায্য, সহযোগিতা, এবং পরামর্শ প্রদান করেছিলো এজন্য তাকেও ধন্যবাদ জানাতে চাই।’
নিউজক্রিকেট/শাওন