সালাউদ্দিনের কাছে প্লে অফ নিশ্চিতই মুখ্য

সাজিদা জেসমিন »

বঙ্গবন্ধু বিপিএলে চলছে প্লে অফ নিশ্চিতের লড়াই। প্রত্যেক দলই প্লে অফের লড়াইয়ে টিকে থাকার জন্য জমপেশ লড়ছে মাঠে। কার আগে কে প্লে অফের লড়াইয়ে এগিয়ে যাবে তা নিয়েই যেন সব মাথাব্যথা। সিলেট বাদে বাকি সব দলের মোটামুটি এখনো সম্ভাবনা আছে কিছুটা।

ঢাকার অবস্থান মোটামুটি শক্তিশালী এখনো। টুর্নামেন্টে প্লে অফ নিশ্চিতের পথে সামনে রয়েছে ৩ম্যাচ। তার যেকোনো একটিতে জয়ে পূর্ণ হবে প্লে অফের স্বপ্ন। আর তাই সেরা দুইয়ের চাইতে পয়েন্ট বাড়ানোতেই যেন লক্ষ্য রাখছেন ঢাকা কোচ। অনুশীলনের ফাঁকে গণমাধ্যমে জানালেন নিজের অভিব্যক্তি।

সালাউদ্দিন বলেন – ‘পরের ম্যাচটি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কেননা এ-ই ম্যাচে জিততে পারলেই হয়তো নিশ্চিত হবে সেরা চার। তাই সেরা দুইয়ে যাওয়ার চাইতে এখন ২পয়েন্ট ই বেশি গুরুত্বপূর্ণ। এরপর ভাববো সেরা দুইয়ে যাওয়া যায় কিনা।’

পরবর্তী ম্যাচে সেরা চার নিশ্চিতকরণে রয়েছে বাড়তি সুবিধা। এ ব্যাপারে কোচ সালাউদ্দিন যোগ করেন – ‘সেরা চারে যেতে পারলে রয়েছে বাড়তি সুবিধা। এরপর আপনি পরবর্তী ম্যাচের টার্গেট নিয়ে ভাবতে পারবেন এবং আপনার লক্ষ্য স্থির করতে পারবেন। আগে প্রয়োজন সেরা চার নিশ্চিত করা।’

এবারের বিপিএলে প্লেয়ার্স ড্রাফট থেকে নিজের হাতে গড়া টিম নিয়ে কোচ অনেকটাই খুশি। তবে খুশি নন ম্যাচ সূচি নিয়ে। টানা ম্যাচ থাকায় কিছুটা অসুবিধা হচ্ছে এমনটা মনে করেন তিনি। এ ব্যাপারে তিনি বলেন – ‘টুর্নামেন্টের শুরুতে ৩দিনে টানা ম্যাচ খেলেছি। শেষের দিকেও রয়েছে টানা ম্যাচ। ফিক্সচারটি আরেকটু ভালো হলে খেলোয়াড়দের জন্য সুবিধা হতো। টানা ম্যাচ থাকলে পরিস্থিতি অনেকটা কঠিন হয়ে যায়।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »