সালমা-জাহানারাদের জন্য ইউরোপীয়ান কোচ

নিউজ ডেস্ক »

কিছুদিন আগে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের কোচের পদ থেকে অব্যাহতি দেয়া হয় প্রধান কোচ অঞ্জু জৈনকে। প্রধান কোচের এই পদের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতিমধ্যে কোচ নিয়োগ করে ফেলেছেন। নাম প্রকাশ না করে বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী জানান এক ইউরোপীয়ানই বাংলাদেশ নারী দলের কোচ হচ্ছেন।

বিশ্বকাপের পরে থেকে বিসিবি নারী দলের জন্য কোচ নিয়োগ করে আসছে বলে জানিয়ে শফিউল আলম বলেন, ‘আমরা অস্ট্রেলিয়া বিশ্বকাপের পর থেকেই নারী দলের জন্য কোচ খোঁজা শুরু করেছি। করোনা ভাইরাস পরিস্থিতির কারণে আমাদের কাজের গতি কিছুটা কমে যায়। এরই মধ্যে ৪ থেকে ৫ জন আমাদের কাছে আবেদন করেছে। আমরা তাদের থেকে একজনকে নেবো। ধরে নিতে পারেন এবারের নারী দলের কোচ একজন ইউরোপীয়ান হচ্ছেন।’

বিসিবির সাথে সব কিছু ঠিকঠাক করে, সব শর্ত মিলিয়ে তারপরে একজন কোচ রাখবে বলে জানান তিনি। তিনি আরো বলেন, ‘আমাদের কাছে অনেকেই আবেদন করেছে। এখন আমাদের সাথে তাদের মধ্যে যার শর্ত, চুক্তি মিলবে তাকেই আমরা কোচ হিসেবে নেবো। এখন নাম বলতে পারছিনা কারণ এটি আমদের প্রটোকলের মধ্যে নেই। সব ঠিক হলে জানানো হবে। তবে আমরা উপমহাদেশ থেকে এইবার কোনো কোচ আনছিনা। ইউরোপীয় একজন পুরুষ নারী দলের জন্য নিয়োগ পাবেন।’

করোনা পরিস্থিতির কারণে নতুন কোচ নিয়োগের সব চুক্তি সম্পূর্ণ করতে আরো ১৫ দিন মত সময় লাগবে বলে জানান শফিউল আলম।

ভারতীয় কোচ অঞ্জু জৈনের নামে বেশ কিছু অভিযোগ ছিলো। বোর্ড তার কাছ থেলে আশানুরূপ সাফল্য পাননি। সাথে ছিলো দলের মধ্য দলাদলি, নিয়ন্ত্রণ নেয়া ও সেচ্ছাচারীতার মত অভিযোগ। যার ফলে তার পদ হারাবো এরকম অনুমান ছিলো।

নিউজক্রিকেট/রীম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »