সাজিদা জেসমিন »
বঙ্গবন্ধুুুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এবারের বিপিএল এর নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু বিপিএল। নানা আঙ্গিকে বিসিবি এবারের বিপিএল সাজিয়েছে। থাকছে বিভিন্ন আয়োজন। বিপিএলের উদ্বোধনী মঞ্চ প্রস্তুত পুরোপুরিভাবে।
আগামী ১১ই ডিসেম্বর মাঠের লড়াই শুরু হবে। তার পূর্বে ৮ই ডিসেম্বর উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে বিপিএলে বরণ করে নেওয়া হবে।দেশীয় তারকা ছাড়াও বিদেশি তারকাগণ মঞ্চ মাতাবেন। থাকবেন সালমান-ক্যাটরিনা সেলিব্রেটিযুগল।
উদ্বোধনী অনুষ্ঠানের টিকিটের দাম কমপক্ষে ১ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত। এ নিয়ে আফসোসের শেষ নেই সাধারণ দর্শকদের মাঝে। বেশিরভাগ আসনই খালি থাকবে বলে মনে করা হচ্ছে। টিকিটের দাম কম উল্লেখ করে বিস্ময় প্রকাশ করেছেন সালমান-ক্যাটরিনার ম্যানেজার।
সালমান খান ও ক্যাটরিনা কাইফের ম্যানেজার ও প্রোডাকশন প্রশ্ন করেছে, কেন এত কম দামে সালমান-ক্যাটরিনার টিকিট বিক্রি করা হচ্ছে। তবে এর উত্তর নেই কারো কাছে।
শেখ সোহেল বলেন, আমাদের ভিআইপি টিকিটের দাম ১০ হাজার, বাংলাদেশের ইতিহাসে সালমান-ক্যাটরিনার প্রোগ্রামে এত কম দামে কখনো টিকিট বিক্রি হয়নি। এর আগে শাহরুখ খানও এসেছিল। ৫০-৬০ হাজার টাকা করে টিকিট বিক্রি হয়েছে। এই দামেও দর্শকদের আগ্রহ কেন কম, আমি তা বলতে পারব না।
৮ই ডিসেম্বর বিকেল সাড়ে ৪টা থেকে শুরু হবে এবারের আসরের উদ্বোধনী অনুষ্ঠান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন।