https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
সাব্বির রহমান বাংলাদেশ দলের টি-টুয়েন্টি স্পেশালিস্ট ব্যাটসম্যান খ্যাত। তবে সাব্বির রহমান কতটুকু নিজের এই পদবির সাথে সূবিচার করতে পেরেছেন। আসলে যদি লক্ষ্য করেন তবে দেখবেন যে সাব্বির রহমানের ওয়ানডেতে স্ট্রাইক রেট ১০০ এর নিচে। একজন টি-টোয়েন্টি স্পেশালিষ্ট ব্যাটসম্যানের স্ট্রাইক রেট ১০০ এর নিচে নিশ্চয়ই মানানসই নয়। এমনকি এবারের বিশ্বকাপে স্কোয়াডেও সাব্বিরকে অনেকেই চায় নি। তবে তাকে ফিনিশিংয়ে খেলানো হয়ে থাকে। তবে সে একজন পরিপূর্ণ ফিনিশার নয়। তার মধ্যে এখনো একজন ফিনিশার হবার অনেক ভুল ভ্রান্তি রয়েছে। তবে এবারের বিশ্বকাপে যতটুকু সুযোগ পেয়েছেন তার পুরোটাই ব্যর্থ হয়েছেন সাব্বির।
চলুন দেখে নেই কেমন ছিলো সাব্বির রহমানের বিশ্বকাপ পারফরম্যান্স:
ম্যাচ: ২
ইনিংস: ২
নট আউট: ০
রান: ৩৬
সর্বোচ্চ: ৩৬
গড়: ১৮.০০
স্ট্রাইক রেট: ৯৭.২৯
হাফ সেঞ্চুরি: ০
সেঞ্চুরি: ০
ডাক: ১
বাউন্ডারি: ৫
ওভার বাউন্ডারি: ০
বলতে গেলে সাব্বির রহমানের পারফরম্যান্স অনেক লো ছিলো। শুধু ভারতের সাথে ম্যাচে ৩৬ রানের ভালো একটি ইনিংস খেলেছেন। তবে আরেকটি ম্যাচে ০ রানে আউট হয়েছেন। সাব্বিরকে আরো পরিপক্ক হতে হবে। আরো ভালো খেলতে হবে। তবেই সে নিজেকে যোগ্য ফিনিশার হিসেবে গড়ে তুলতে পারবে।
-নাসিফুল হাসান সৌমিক