নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
টি-টোয়েন্টি ফরম্যাটে ওপেনারদের টানা ব্যর্থতার কারণে নতুন পথ বেছে নিয়েছে বাংলাদেশ। ওপেনিংয়ের প্রথাগত রীতির বাইরে গিয়ে পরীক্ষা চালাচ্ছে টাইগাররা। যেখানে পুরোপুরি সফল না হলেও ব্যর্থ বলার সুযোগ নেই।
ওপেনিংয়ে অদলবদলে নতুন জুটি হয়েছেন মেহেদী হাসান মিরাজ ও সাব্বির রহমান। এ পর্যন্ত তিন ম্যাচ খেলেছেন এই জুটি। তাতে মিরাজ মোটামুটি সফল হলেও সাব্বির পুরোপুরি ব্যর্থই বলা চলে।
এ তিন ম্যাচে মেহেদি মিরাজ খেলেছেন ৩৮, ১২ ও ৪৬ রানের তিনটি ইনিংস। তবে আরেক মেকশিফট ওপেনার সাব্বির তিন ম্যাচে বড় কিছু করতে পারেননি। তিন ম্যাচে একবার কেবল ছুুঁতে পেরেছেন দুই অংকের ঘর।
আরব আমিরাতের বিপক্ষে শেষ ম্যাচে ৯ বলে ১২ রান করেন এ মারকুটে ব্যাটার। ইনিংসে একটি ছক্কার মারও ছিলো। আর সেই ছক্কাতেই মুগ্ধ টাইগারদের ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স।
সিডন্সের মতে, সাব্বির আসলেই হার্ডহিটার ঘরানার ব্যাটার। সে কী করতে পারে সেটি এই এক শটেই বুঝিয়ে দিয়েছেন। সাব্বিরের কাছ থেকে এগুলো আরও বেশি দেখতে চান সিডন্স।
এই অস্ট্রেলিয়ান কোচ বলেন, ‘সাব্বির এখনও ছন্দ খুঁজে পাওয়ার চেষ্টা করছে। আজকে সে একটি শটের মাধ্যমে দেখিয়েছে ব্যাট হাতে কী করতে পারে। আমরা এটি আরও বেশি দেখতে চাই।’
মিরাজের প্রশংসা করে ম্যাচ শেষে সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘মিরাজ বেশ ভালোভাবে এগিয়ে এসেছে। আত্মবিশ্বাস এখন উঁচুতে। সে এখন যা করছে তা পারবে আমি জানতাম। এখন শুধু ওকে বাড়তি লাইসেন্স দেওয়া হয়েছে টপঅর্ডারে নেমে শট খেলার। সে দারুণ করছে।’