নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইংল্যান্ড বিশ্বকাপ শুরুর আগের ঘটনা। একের পর এক ক্রিকেটারের বিয়ের খবর সবাইকে চমকে দিয়েছিল। এই তালিকার বাইরে ছিলেন না হার্ডহিটিং ব্যাটসম্যান সাব্বির রহমানও।
চলতি বছরের মার্চে তার বান্ধবী অর্পাকে জীবনসঙ্গিনী করেন। তবে টানা খেলার মধ্যে থাকায় সে সময় বিবাহোত্তর কোন সংবর্ধনা অনুষ্ঠান করা সম্ভব হয়ে উঠে নি। কিন্তু এবার নেওয়া হচ্ছে আসল প্রস্তুতি। পবিত্র ঈদুল আজহার পরেই ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান সারতে যাচ্ছেন সাব্বির।
নিউজিল্যান্ড সফর দিয়ে দলে ফিরেছিলেন আবার। আর সেই সফর থেকে ফিরে হঠাৎ করেই বিয়ের পিঁড়িতে বসেন তিনি। তবে এবারই প্রথম মিডিয়ার সামনে এই নিয়ে কথা বলেন সাব্বির রহমান। রোববার দেশের একটি বেসরকারি অনলাইন মিডিয়াকে জানান বিয়ে উপলক্ষে চার দিনব্যাপী অনুষ্ঠানের কথা। সাব্বিরের কথা শুনেই বুঝা সম্ভব চার দিনের এই অনুষ্ঠানে জাঁকজমকের কোনো কমতি থাকছে না। তিনি আরও জানান ১৭ আগস্ট রাজধানীর একটি কনভেনশন হলে হলুদ দিয়ে শুরু হবে সাব্বির আর অর্পার বিয়ের অনুষ্ঠান। পরেরদিন ১৮ আগস্ট কনেপক্ষের বাড়িতে হবে বরযাত্রী অনুষ্ঠান। তার ঠিক একদিন পরে অর্থাৎ ২০ তারিখে হবে বৌভাত। এরপরই স্ত্রী অর্পাকে নিয়ে গ্রামের বাড়ি রাজশাহীতে যাবেন সাব্বির। সেখানে নিজ এলাকার লোকজনকে নিয়ে ২৫ আগস্ট আরেকটি বৌভাত অনুষ্ঠানের আয়োজন করেছেন এই মিডল অর্ডার হার্ডহিটিং ব্যাটসম্যান।
অন্যদিকে, আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ সামনে রেখে ঈদের পরেই শুরু হচ্ছে টাইগারদের অনুশীলন ক্যাম্প। কিন্তু বিয়ের অনুষ্ঠানের কারণে শুরুর দিকটায় অনুশীলন ক্যাম্পে থাকছেন না সাব্বির রহমান। তিনি জানিয়েছেন, বিয়ের অনুষ্ঠানের জন্য বিসিবি থেকে ইতিমধ্যেই ১০ দিনের ছুটি নিয়েছেন। সব আনুষ্ঠানিকতা শেষ করে আগামী ২৮ আগস্ট টাইগার অনুশীলন ক্যাম্পে দেখা মিলবে তার।
———-দুর্জয় দাশ গুপ্ত