সান্টোকির ব্যাপারে আকসুর তদন্ত চলছে: জালাল ইউনুস

সাজিদা জেসমিন »

বিপিএল বিতর্ক যেন থামছেই নাহ। এবারো ভয় ছিলো কেউ বিতর্কিত হলো কিনা। ভালোভাবে শুরু হবে মনে করা হলেও, সিলেটের প্রথম ম্যাচে সান্টোকির দেওয়া ‘নো বল’ নিয়ে হয় বিরাট সন্দেহ। সন্দেহের উপর ভিত্তি করে বিসিবির কাছে বিচার চাইলেন সিলেট থান্ডার পরিচালক তানজিল চৌধুরী। লিখিত অভিযোগ দাখিল করলেন বিসিবির কাছে। পাশাপাশি আকসুতে জানান তদন্তের ব্যাপারে।

কিন্তু বিসিবি এবং আকসু কে চুপচাপ ই মনে হলো এ-ই বিষয়ে। কেউ মুখ খুলছেন নাহ, এদিকে সান্টোকি খেলে চলেছেন নিয়মিত৷ বিসিবির তথ্য মতে, এ-ই ব্যাপারে শুধুমাত্র আকসুর সিদ্ধান্তই বিবেচিত হবে। সম্প্রতি জালাল ইউনুস জানান এটা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু হয়ে গেছে। ভালোভাবে পর্যালোচনা করা হচ্ছে সবকিছু।

দেশের সুপরিচিত দৈনিক ‘প্রথম আলো’ তে দেওয়া বিবৃতিতে বিসিবির প্রধান নির্বাহী জানান সান্টোকির ঘটনায় মনে হয়না নেতিবাচক কিছু খুঁজে পাওয়া গেছে। কারণস্বরূপ, নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন – সাধারণত এসব ব্যাপার নেতিবাচক মনে হলে আকসু বিসিবির দ্বারস্থ হয়। যেহেতু প্রতিবেদন তৈরি হওয়ার পরেও আকসু বিসিবির সাথে যোগাযোগ করছেনা, সে হিসেবে লক্ষণ বলছে খারাপ কিছু পাওয়া যায়নি ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »