নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলমান এনসিলের শুরুটা রাজকীয় ভাবে শুরু করেছেন অভিজ্ঞ স্পিনার আরাফাত সানি। এনসিএলে ঢাকা মেট্রোপলিস এর হয়ে প্রথম ম্যাচে চট্রগ্রাম বিভাগের বিপক্ষে মাত্র ৮৭ রান খরচায় নিজের ঝুলিতে নিয়েছেন হাফডজন উইকেট। অথচ এই সানির এবারের এনসিএল খেলা নিয়েও দেখা দিয়েছিল সংশয়। বিপ টেস্টে টানা দুইবার ব্যর্থ হওয়ায় আরাফাত সানির এনসিএলে অংশগ্রহণ নিয়ে সংশয় দেখা দিয়েছিল। পরবর্তীতে বিশেষ বিবেচনায় এনসিএল খেলার অনুমতি পান সানি। আর এনসিএলে ফিরেই বল হাতে প্রথম ইনিংসে একাই গুড়িয়ে দিয়েছেন বিপক্ষ দলের ব্যাটিং লাইনআপ।
উল্লেখ্য, এনসিএল এর প্রথম দিনে বল হাতে উইকেটের দেখা না পেলেও দ্বিতীয় দিনটি সম্পূর্ণ নিজের করে নেন আরাফাত সানি। প্রথম দিনে উইকেট শূন্য থাকলেও দ্বিতীয় দিনে নিজের নামের পাশে যুক্ত করেছেন ৬ উইকেট।
এনসিএলে উড়ন্ত সূচনা করা আরাফাত সানি জানিয়েছেন চলমান এনসিএলে তার লক্ষ্যের কথা। এবার এনসিএলে সানির লক্ষ্য, বল হাতে প্রতি ম্যাচে দলের জয়ে ভূমিকা রাখার পাশাপাশি এনসিএল শেষে সেরা তিন উইকেট সংগ্রাহকের একজন হতে। সেই লক্ষ্য পূরনে ম্যাচ বাই ম্যাচ পারফর্ম করতে চান তিনি।
নিজের লক্ষ্যের কথা বলতে গিয়ে সানি বলেন , ‘লক্ষ্য তো অবশ্যই থাকে যে সিজন শেষে যেন আমি সেরা ৩ উইকেট শিকারির মধ্যে থাকতে পারি। সেরা উইকেট শিকারি হওয়া তো অবশ্যই গর্বের ব্যাপার। টি-টোয়েন্টি ফরম্যাট হোক, লঙ্গার ভার্সন হোক কিংবা ৫০ ওভারের ম্যাচ হোক, সবসময় একটা পরিকল্পনা থাকে। আমি সেই পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছি। আপাতত লক্ষ্য ম্যাচ বাই ম্যাচ ভাল বল করে দলের জয়ে ভূমিকা রাখতে চাই। আর এনসিএল শেষে সেরা তিন উইকেট সংগ্রাহকের তালিকায় নিজের নামটা থাকলে আরো বেশি খুশি হবো।’