সাদা পোষাকে স্টিভেন স্মিথের অধিনায়ক হওয়া উচিত: মার্ক ওয়াহ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বল টেম্পারিংয়ের সাথে জড়িত থাকার কারনে ১ বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন স্টিভেন স্মিথ। সেই সাথে দুই বছর অস্ট্রেলিয়া দলের অধিনায়কত্ব করার সুযোগ পাবেন না তিনি এমনটা জানিয়েছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড। নিষেধাজ্ঞা কেটে যাওয়ায় আবারও অস্ট্রেলিয়া দলের হয়ে খেলছেন অস্ট্রেলিয়ার সাদা পোষাকের সাবেক এই অধিনায়ক। দলের হয়ে খেলতে পারলেও অধিনায়কের দায়িত্ব নিতে পারছেন না আপাতত। তবে টিম পেইনের পর অস্ট্রেলিয়ার সাদা পোষাকে স্টিভেন স্মিথকে অধিনায়ক হিসেবে ভাবছেন দেশটির সাবেক ক্রিকেটার মার্ক ওয়াহ।

তিনি মনে করেন সাদা পোষাকে স্মিথই অধিনায়ক হিসেবে যোগ্য।
টিম পেইনের পর স্মিথ ছাড়া আর তেমন কাউকে অধিনায়ক হিসেবে দেখছেন না তিনি। অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক টিম পেইনকে নিয়ে খুব তাড়াতাড়ি বিতর্কের সৃষ্টি হবে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

স্মিথের অধিনায়কত্ব পাওয়া নিয়ে মার্ক ওয়াহ বলেন, ‘টিম পেইন যখন দায়িত্ব ছেড়ে দিবে তখন স্টিভেন স্মিথ অধিনায়ক হওয়া উচিত। সব যোগ্যতায় সে অধিনায়ক হওয়ার যোগ্যতা রাখে। তার এর আগেও অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে, অধিনায়কত্বটাও ভালো বুঝেন তিনি। সে বুদ্ধিমান একজন অধিনায়ক, কৌশলগতভাবে সে বেশ পটু। তাই আমি স্মিথ ছাড়া আর কাউকে অধিনায়ক হিসেবে দেখছি না।’

মার্ক ওয়াহ স্টিভেন স্মিথের কথা বললেও অধিনায়ক হওয়ার দৌড়ে সবার উপরে রয়েছে পেসার প্যাট কামিন্স। প্যাট কামিন্সকে নিয়ে আপত্তি রয়েছে তার কারন একজন ফাস্ট বোলার প্রতি ম্যাচ খেলতে পারবে কি না সেটাই সন্দেহের ব্যাপার। তিনি বলেন, ‘প্যাট কামিন্সকে পরবর্তী অধিনায়ক হিসেবে ভাবা হচ্ছে তবে তার আগে কখনো অধিনায়কত্ব করার অভিজ্ঞতা নেই। সে একজন ক্রিকেটার ও একজন মানুষ হিসেবে দুই দিকেই দারুন কিন্তু সে একজন ফাস্ট বোলার হয়ে প্রতি ম্যাচে খেলতে পারবে কি না সেটাই দেখার বিষয়। আপনি যদি আমার জানতে চান অজিদের পরবর্তী অধিনায়ক কে? আমি চোখ বন্ধ করে বলবো স্টিভেন স্মিথ।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »