https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
টেস্ট ক্রিকেটে আফগানিস্তানের হয়ে আর মাঠে নামছেন না মোহাম্মদ নবী। বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি খেলার পর লঙ্গার ভার্সনের ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন এই অলরাউন্ডার।
আফগানিস্তান ক্রিকেটে প্রতিনিয়তই উন্নতি করছে। আলাদাভাবে বলতে গেলে সংক্ষিপ্ত ফরম্যাটে নিজেদের যোগ্যতার প্রমাণ বেশ আগে থেকেই দিয়ে আসছে আফগানরা। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে ক্রিকেটের এই উত্থান পর্বের ক্ষেত্রে যে কয়েকজনের নাম সেখানে উপরের দিকেই থাকবে মোহাম্মদ নবীর নাম।
নিজ দলের জার্সি গায়ে তো বটেই সারা বিশ্বে চলা ফ্র্যাঞ্চাইজিভিত্তিক তি-২০ ক্রিকেটে মোহাম্মদ নবী এখন পরিচিত নাম। লাল বলের ক্রিকেটে আফগানিস্তান দল এখন পর্যন্ত খেছে মাত্র ৩টি ম্যাচ। তবে এত কম ম্যাচ খেলেই মর্যাদার এই ক্রিকেটকে কেন বিদায় জানাচ্ছেন নবী সেটা এখনও জানা যায়নি।
ধারণা করা হচ্ছে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে মনোযোগ দিতেই লঙ্গার ভার্সনকে বিদায় বলছেন তিনি। নবীর বিদায়ের ব্যাপারে নিশ্চিত করে আফগানিস্তান দলের ম্যানেজার নাজিম জার আবুদরহিমজাই বলেন, ‘হ্যাঁ, চলটি টেস্ট ম্যাচের পরই তিনি বিদায় বলবেন।’