https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বাংলাদেশ দলে মূলত অলরাউন্ডের ভূমিকায় দেখা যেত মাহমুদউল্লাহ রিয়াদকে। কেননা শুরুর দিকে দলে প্রবেশের সময় থেকে বল-ব্যাট দুই দিকেই দলের জন্য অবদান রাখতেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে সেটা আর হয়ে উঠছে না।
অবশ্য মাঝেমধ্যে ষষ্ঠ কিংবা সপ্তম বোলার হিসেবে রিয়াদকে দেখা গেলেও নিয়মিত নন বল হাতে। বিশ্বকাপের আগে ইঞ্জুরিতে পড়ায় এবারের বিশ্বকাপে একটি বলও করতে পারেনিনি তিনি। দলের অন্যতন সিনিয়র ক্রিকেটারকে নিয়ে ঝুঁকিও নিতে চায়নি বোর্ড। তবে বিশ্বকাপের পর ইনজুরি থেকে সেরে উঠেছেন তিনি। বল হাতে ফিরতে পেরে স্বস্তিও বোধ করছেন রিয়াদ।
তিনি বলেন, ‘প্রায় সাত মাস পর বোলিং করতে পেরে ভালো লাগছে। আমার খেলার বড় একটা অংশ বোলিং করা। আমাকে আত্মবিশ্বাস যোগায় এটা। কেননা সব ম্যাচে ব্যাটিং করতে না পারলে বোলিং করে অবদান রাখতে পারবো। সবকিছু ঠিক থাকলে আগামী সিরিজে বল করতে পারবো ইনশাল্লাহ।’