সানিউজ্জামান সরল »
ঘরের ছেলে ফিরেছে ঘরে। কারো মাঝেই আমোদের কমতি নেই। তবে হঠাৎ করেই ছেলেকে কাবু করে ফেললো অপ্রত্যাশিত অসুখ। সবার হাস্যজ্বল মুখ মূহুর্তেই পরিণত হল মলিনতার কাব্যগ্রন্থে। বাসা বাঁধলো ভয়ঙ্কর অনিশ্চয়তার। উৎসবমুখর ঘর যেন পতিত হল নিস্তব্ধতার দাবানলে।
হ্যাঁ, ঠিক এমনটাই হতে চলেছে বন্দরনগরী চট্টগ্রামের সাথে। চট্টগ্রামের ঘরের ছেলে তামিম। আজ থেকে শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু বিপিএলের চট্টগ্রাম পর্ব। দীর্ঘদিন পর ঘরের মাঠে খেলার কথা থাকলেও, কাল হিসেবে আবির্ভূত হওয়া ‘জ্বর’ নামক অসুখের ফাঁদে পড়েছেন তামিম। ফলে জোর দিয়েই বলা যায়, আগামীকাল (১৮ ডিসেম্বর) অর্থাৎ দলের হয়ে সাগরিকায় প্রথম ম্যাচে খেলতে পারছেন না তামিম।
আর এতেই চট্টগ্রামবাসী হয়ে গেছেন নিস্তব্ধ। যদিও তামিম ইকবাল এবারের আসরে ঢাকা প্লাটুনের হয়ে মাঠ মাতাচ্ছেন। তাতে কি, ঘরের ছেলে ঘরের মাঠে এসে খেলবে সেটা যেকোন দলের হয়েই হোক না কেন। তামিমের ব্যাটিং ঝলক প্রত্যক্ষ করবে, চট্টগ্রামবাসী যেন এই মাহেন্দ্রক্ষণের জন্য অধির আগ্রহে অপেক্ষা করছিলো। তবে সব অপেক্ষার গুড়ে বালি কাল হয়ে আসা ‘জ্বর’।
জ্বরে আক্রান্ত হয়ে তামিমকে চিকিৎসকের মুখোমুখি হতে হচ্ছে। আগেই জানা গিয়েছিল জ্বর পুরোপুরি নিঃশেষ না হলে প্রথম ম্যাচ খেলা হবে না দেশ সেরা এ ব্যাটসম্যানের। হচ্ছেও তাই, জ্বর যেন কমছেই না। ফলে প্রথম ম্যাচে তামিমের মাঠে নামা, এখন আকাশকুসুম স্বপ্নও বলা যেতে পারে।
তবে চট্টগ্রামবাসীর জন্য আশার বাণী হচ্ছে, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢাকা প্লাটুন ম্যাচ খেলবে তিনটি। প্রথম ম্যাচে অনিশ্চিত হলেও, দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে তামিমের খেলার জোর সম্ভাবনা রয়েছে। আর এমন খবর শ্রবণ করে সাগরিকার দর্শকশিবিরে স্বস্তি ফিরে আসতেই পারে।
তামিমের জ্বর সংক্রান্ত বিষয়াদি নিয়ে ঢাকা প্লাটুনের টিম ম্যানেজমেন্ট একটি গণমাধ্যমকে জানায়, ‘আগে থেকেই কুঁচকির ব্যাথার জন্য কিছুটা বেকায়দায় ছিলেন তামিম। তবে খেলা চালিয়ে যাচ্ছিলেন তিনি। এবারতো জ্বর আস্তানা গেড়ে বসেছে তামিমের উপর। এ জন্য দেশ সেরা এই ব্যাটসম্যান রীতিমতো চিকিৎসকদের শরণাপন্ন হচ্ছেন। তবে জ্বর যেন কিছুতেই নিঃশেষ হচ্ছে না। আর এর ফলেই মূলত, প্রথম ম্যাচে তামিমকে অনিশ্চিত বলে মনে করা হচ্ছে।’
প্রসঙ্গত, দলের অন্যতম সেরা ক্রিকেটারকে না পেয়ে চিন্তিত ঢাকা প্লাটুন। আগামীকাল (১৭ ডিসেম্বর) স্বাগতিক চট্টগ্রামের বিপক্ষে খেলতে নামবে দলটি। আর এই ম্যাচের আগে তামিমের জ্বর, টিম ম্যানেজমেন্টকে বেশ চিন্তামুখর করে দিয়েছে। দেশ সেরা এ ব্যাটসম্যান জ্বর কাটিয়ে শীগ্রই ফিরে আসুক, এটাই কামনা ভক্ত-সমর্থকদের।