https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
২০১৫ বিশ্বকাপে নিউজিল্যান্ডকে ফাইনালে তোলা কোচ মাইক হেসন বিসিবির কাছে নিজের কর্ম পরিকল্পনা জানাতে আসছেন আগামীকাল (৯ আগস্ট)।
নিউজিল্যান্ডের হয়ে অন্যতম সফল এই কোচ ২০১৫ বিশ্বকাপের পর পারিবারিক কারণে কোচের পদ থেকে অব্যাহতি নেন। এরপর অবশ্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএলের দল কিংস ইলেভেন পাঞ্জাবের সাথে কাজ করেছেন তিনি। কোচ হিসেবে যে তিনি বেশ দক্ষতার সাথেই সামাল দিতে পারেন সেটা নিউজিল্যান্ড দলের পারফরম্যান্স দেখলেই ধারণা করা যায়।
বিসিবির কোচ নিয়োগের বিজ্ঞপ্তি দেবার পর থেকেই যে গুঞ্জন শোনা যাচ্ছিল হাথুরুসিংহে আসছেন বাংলাদেশের কোচ হয়ে সেটা সামান্য ম্লানই হচ্ছে। কেননা রাসেল ডোমিঙ্গো সাক্ষাৎকার দেবার পর বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছিলেন সংগকিপ্ত তালিকায় রয়েছেন কেবল তিনজন।
এক্ষেত্রে সামনের বছর টি-২০ বিশ্বকাপকে কেন্দ্র করে যদি বিসিবি তাদের পরিকল্পনা সাজিয়ে থাকে তাহলে হয়তো নিয়োগ দেয়া হতে পারে নিউজিল্যান্ড কিংবা কোনো অজি কোচকে। তাই হাথুরু অধ্যায় যে নতুন করে শুরু হচ্ছে না সেটা বলাই যায়।