নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
শ্রীলঙ্কায় শুরু হয়েছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নেমেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত অনূর্ধ্ব-১৯ দল।
টস হেরে ব্যাট করতে থেমে সাকিব আর রাকিবুলের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১২৭ রানে অলআউট সংযুক্ত আরব আমিরাত। তানজিম হাসান সাকিব ও রাকিবুল হাসানের বোলিং তোপে ২৮ ওভারের বেশি খেলতেই পারে নি আরব আমিরাত। ইনিংস শুরুতেই মাত্র ছয় রানের মাথায় দুই ওপেনারকে হারিয়ে বিপাকে পড়ে তারা। এর পরে আর ঘুরে দাঁড়াতে পারে নি।
তবে একপ্রান্ত আগলে রেখে খেলতে থাকেন ওসামা হাসান। কিন্তু যোগ্য সঙ্গীর অভাবে ৫৮ রান করে সাজঘরে ফেরেন তিনি। এছাড়াও দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান এসেছে আলিসহান শারাফুর ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে শুরু থেকেই বোলিংয়ে ঝড় তোলা তানজিম সাকিব ও রাকিবুল হাসান ৩ টি করে উইকেট নেন। এছাড়া শরিফুল ইসলাম নিয়েছেন ২ টি উইকেট। মৃত্যুঞ্জয় নিয়েছেন ১ টি। ১২৮ রানের ছোট লক্ষ্যমাত্রায় ব্যাট করতে নেমে ব্যাটিংয়ে ঝড় তুলছেন বাংলাদেশী ওপেনার তানজিদ হাসান। আর তাকে যোগ্য সঙ্গী দিয়ে যাচ্ছেন আরেক ওপেনার পারভেজ ইমন। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ ওভার শেষে ৬০/০। তানজিদ হাসান ২৩ বলে ৪৩ আর পারভেজ ইমন ১৯ বলে ১৬ রান নিয়ে ক্রিজে আছেন। বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ৬৮ রান, হাতে আছে ১০ টি উইকেট।