সাকিব-মুশফিকদের ব্যাট ফিরিয়ে আনার চেষ্টায় বিসিবি

নিউজ ডেস্ক »

করোনায় ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য করতে নিজেদের ব্যাট নিলামে তুলেছিলেন সাকিব আল হাসান আর মুশফিকুর রহিম। সাকিব আল হাসান তুলেছিলেন তার গত বিশ্বকাপে খেলা ব্যাট৷ আর মুশফিক তুলেছিলেন তার ও বাংলাদেশের হয়ে প্রথম টেষ্ট ডাবল সেঞ্চুরির ব্যাট৷

সাকিব আল হাসানের ব্যাট বিক্রি হয়েছিল ২০ লক্ষ টাকায় আর মুশফিকের ব্যাট বিক্রি হয়েছিল ১৭ লক্ষ টাকায়। দুজনেরই ব্যাটের ইতিহাস অমূল্য বাংলাদেশের ক্রিকেটের ক্ষেত্রে৷

নিলামে অংশ না নিলেও সাকিব আর মুশফিকদের ব্যাট বিসিবি ফিরিয়ে আমার চেষ্টা করবে বলে জানিয়েছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। আজ করোনায় ক্ষতিগ্রস্ত ক্রীড়াবিদদের আর্থিক অনুদান দেয়ার সময় এই কথা বলেন তিনি। অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমাদের অবশ্যই ইচ্ছে আছে তাদের ব্যাট ফিরিয়ে আনার। আমাদের নিলামে অংশগ্রহণের সুযোগ ছিলোনা। যদি সুযোগ হয় আমরা তাদের জিনিস গুলো ফিরিয়ে আনার চেষ্টা করবো।’

এইদিকে এই খারাপ পরিস্থিতিতে দেশের মানুষকে কিছুটা বিনোদন দিতে তামিম ইকবাল শুরু করেছিলেন তার লাইভ শো। যেখানে দেশ বিদেশের তারকারা আড্ডা দেন তামিমের সাথে। এই শো’য়ের প্রশংসা করে নাজমুল হাসান বলেন, ‘খুবই ভালো কাজ করছে তামিম। প্রশংসা করার মত কাজ। তার শো’য়ের মানও ভালো।’

বাংলাদেশ সময়ঃ ৬:৩০ পিএম

নিউজক্রিকেট/ আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »