সাকিব মুক্ত, বোলিং করতে পারবেন যে কোনো সংস্করণে

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বোলিং-এ প্রত্যাবর্তন সাকিব আল হাসানের। ইংল্যান্ডে তৃতীয়বারের মতো বোলিং পরীক্ষা দিলে সেখানে উত্তীর্ণ হন এই টাইগার অলরাউন্ডার। ফলে এখন থেকে আন্তর্জাতিকসহ সব ধরনের স্বীকৃত ক্রিকেটে বল হাতে দেখা যাবে সাকিবকে। তবে এখনও জানা যায়নি কবে দেশে ফিরবেন লাল সবুজের এই তারকা। এ নিয়ে আরও জানাচ্ছেন জুবায়ের নূর।

গেল বছর কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে প্রশ্নবিদ্ধ হয়েছিল সাকিবের বোলিং অ্যাকশন। এরপর একাধিকবার পরীক্ষা দিয়েও নিষেধাজ্ঞার শৃঙ্খল ভাঙতে পারেননি তিনি। তবে সব প্রতিকূলতা পেরিয়ে শেষ পর্যন্ত স্বীকৃতি পেলেন এই টাইগার অলরাউন্ডার।

২০২৪ সালের সেপ্টেম্বরে ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে খেলার সময় সাকিবের বোলিং অ্যাকশন সন্দেহের সৃষ্টি করে। দুই ইনিংসে ৬৩ ওভার বল করে ৯ উইকেট নিলেও আম্পায়ারদের সন্দেহ তৈরি হয় তাঁর বোলিং অ্যাকশন নিয়ে। সেই থেকেই এই বিতর্কের সূত্রপাত।

গেলো ২ ডিসেম্বর লাফবোরো ইউনিভার্সিটিতে আইসিসি অনুমোদিত কেন্দ্রে প্রথম পরীক্ষায় মোট চার ওভার বল করেন সাকিব। তাঁর নিয়মিত অ্যাকশন প্রথম তিন ওভারে ঠিক থাকলেও শেষ ওভারে জোরে বল করার সময় তাঁর কনুই নির্ধারিত ১৫ ডিগ্রির বেশি ভেঙে যায়। লাফবরোর ফলাফল নেতিবাচক আসায় চেন্নাইয়ে দ্বিতীয় পরীক্ষা দিলে সেখানেও ব্যর্থ হয়েছিলেন সাকিব। এরপর থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল পরপর দুইবার ব্যর্থ কারণে এক বছরের জন্য বোলিং নিষিদ্ধ হওয়ার পাশাপাশি কোনো নতুন পরীক্ষার সুযোগও পাবেন না তিনি।

তবে হাল ছাড়েননি সাকিব। কঠোর পরিশ্রম ও পর্যালোচনার পর তৃতীয়বারের মতো পরীক্ষা দিতে যান ইংল্যান্ডে। আর সেখানেই আসে সুখবর! শেষ পর্যন্ত সফল হলেন বাংলাদেশের ক্রিকেটের পোস্টারবয়। তবে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করা সাকিব কবে দেশের ক্রিকেটে ফিরবেন সেই প্রশ্নের উত্তর আজও অজানা।

 

আরএ/নিউজক্রিকেট২৪

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »