সাকিব পৌঁছানোর  আগেই মারা গেলেন শ্বশুর –

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

না ফেরার দেশে চলে গেলেন জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসানের শ্বশুর মমতাজ উদ্দিন সরদার। তিনি আজ যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মমতাজ উদ্দিন এতদিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন ছিলেন। অনেক দিন যাবত অসুস্থতায় কাটছিল মমতাজ উদ্দিন সরদারের। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এর ফলে সাকিব বঙ্গবন্ধু টি-২০ কাপের ফাইনাল না খেলে যুক্তরাষ্ট্রে পরিবারের পাশে থাকার জন্য ফিরে যান।

কিন্তু সাকিব যুক্তরাষ্ট্রে পৌঁছানোর আগেই তার শ্বশুর মারা যান। সময় হিসেবে সাকিব এখনো যুক্তরাষ্ট্রের পথে। গতরাত ১টাই তিনি ফ্লাইট ধরেন।

সাকিবের শ্বশুর মারা যাওয়ার ২ দিন আগেই সাকিবের পরিবারের আরেক সদস্য সাকিবের ফুপা কাজী ওমর আলী। মাত্র ৬০ বছর বয়সে স্ট্রোক করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । তাকে মাগুরের মিঠাপুরে দাফন করা হয়েছে।

নিউজক্রিকেট/আরআর

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »