নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন অবস্থা করছে ভারতে। চলতি মাসের ৩ তারিখ থেকে শুরু হবে সিরিজটি। তবে দলের সাথে নেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিষেধাজ্ঞার কারণে ভারত সফরে যেতে পারেন নি তিনি। এতে দেশের মানুষের মতো ভারতীয় সাংবাদিকরাও পুড়ছে হাহাকারের আগুনে, করেছেন দুঃখপ্রকাশ।
সিরিজ খেলতে গত ৩০ ডিসেম্বর ভারতের উদ্দেশ্যে উড়াল দিয়েছে বাংলাদেশ দলের টি-টোয়েন্টি স্কোয়াড। যথাসময়ে টেস্ট স্কোয়াডে পাড়ি জমাবে প্রতিবেশী এই রাষ্ট্রে। তবে দলের সঙ্গে যাওয়া হবে নিষিদ্ধ সাকিব। আর এতেই দুঃখ প্রকাশ করেছেন ভারতীয় গণমাধ্যম কর্মীরা।
এ প্রসঙ্গে এক ভারতীয় সাংবাদিক কথা বলেছেন। তা ভাষ্যমতে, ‘সবার মতো আমরাও অনেকটা অবাক হয়েছি। কেননা একজন পেশাদার ক্রিকেটারের কাছ থেকে এমন ভুল কাম্য নয়। তিনি তো আশরাফুলের ঘটনাটা দেখেছেন, তারপরেও এই ভুল করাটা আমাদের খুব অবাক করেছে। খেলোয়াড়দের আন্দোলনের পরপরই এমন বিস্ময়কর একাটি খবর আসলো এবং তিনি নিষিদ্ধ হলেন। এটা সবার জন্যই বড় একটি ধাক্কা ছিল। আমরা চাই তিনি দুর্দান্তভাবে ফিরে আসুক। আমরা সবাই তার ফিরে আসার অপেক্ষায় আছি।’
এ প্রসঙ্গে আরো কথা বলেছেন ভারতের খ্যাতনামা সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস’র এক সাংবাদিক। তিনি এ সময় বলেন, ‘এই সফরের আগে যে অনেক কিছু ঘটে গেল, সত্ত্যি কথা বলতে সেটা শোনার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। সাকিব আল হাসান ক্রিকেটারদের বিদ্রোহে নেতৃত্ব দিল এবং তারপরই যেন বিনা মেঘে বজ্রপাতের মত এই দুঃসংবাদ শোনা গেল। আমাদের দেখা সেরা বাংলাদেশি খেলোয়াড় তিনি। এই ভারত সফরে দল নিশ্চিতভাবেই তার অভাব বোধ করবে।’
প্রসঙ্গত, ৩০ নভেম্বর ভারতে উড়াল দেয় বাংলাদেশ। পরের দিনই দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুশীলনে নামে টিম টাইগার্স। আর এই অনুশীলন চলাকালীন সময়ে ভারতীয় সাংবাদিকরা কথা বলেন মারকুটে ওপেনার লিটন দাসের সাথে। আর সে সময়েই সাকিবের জন্য লিটন দাসের মতো ভারতীয় সাংবাদিকরাও আফসোসের পীড়ায় ভোগেন।