সাকিব নাকি ‍লিটন?

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

তামিম ইকবাল ওয়ানডে অধিনায়কত্ব ছাড়ার পর বড়ই বিপাকে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরবর্তী অধিনায়ক কে হবেন সেটা নিয়ে বেশ দ্বিধাদন্দ্বে রয়েছে বোর্ড। সাকিব নাকি লিটন আপততো এই দুই প্রশ্নের উত্তর খুজছে বিসিবি।

সাকিবের অধিনায়কত্ব নিয়ে পাপন গত শনিবার (০৫ আগস্ট) এক অনুষ্ঠানে বলেন, ‘আপনি কি বলতে পারেন দুই বছর খেলবে সাকিব? জানি না তো? ওর পরিকল্পনা, ওর সঙ্গেও তো বসতে হবে। আমারা একটু জেনে নিই। এটা নিয়ে কথাবার্তা বলতে হবে। ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে হবে। তবে এটা ঠিক, সবচেয়ে সহজ হচ্ছে সাকিবকে করে দেওয়া্ এটাতে কোনো সমস্যা নেই।’

একই অনুষ্ঠানে লিটনের অধিনায়কত্ব নিয়ে পাপন বলেন, ‘আপনি যদি লিটনের কথা চিন্তা করেন, তাহলে এটাও খুব সহজ। তবে দ্বিপাক্ষিক সিরিজ এক জিনিস, বিশ্বকাপ এক জিনিস। নেতৃত্ব যদি ওর পারফর্ম্যান্সে প্রভাব ফেলে? তাড়াহুড়ো করতে চাইনা। যেটা ভালো মনে হয় সেটাই করবো।’

পাপনের বক্তব্যে দুটি বিষয় পরিস্কার। প্রথমত বিসিবি চাইছে লম্বা সময়ের জন্য অধিনায়ক নির্বাচন করতে। আর পরিস্থিতির বিচেনায় সাকিব আল হাসান বিসিবির সেরা পছন্দ। কিন্তু বিসিবি সভাপতি মনে সন্দেহ রয়েছে সাকিব আগামী দুই বছর আন্তর্জাতিক ক্রিকেট খেরবেন কিনা।

অন্যদিকে লিটনকে অধিনায়ক করলে করা যেতেই পারে। ওয়ানডেতে লিটনের অধিনায়কত্বের অভিজ্ঞতা থাকলেও বিশ্বকাপের মতো বড় মঞ্চে এই অভিজ্ঞতা নেই। লিটনকে এই মুহূর্তে অধিনায়ক করা হলে সেই চাপটা বিশ্বকাপে তার পাফরম্যান্সে পড়তে পারে, যেটা বিসিবি বড় চিন্তার নাম।

এখানে দোটানায় রয়েছে বিসিবি। শুধু মাত্র এশিয়া কাপ ও ‍বিশ্বকাপের জন্য অধিনায়ত্ব সাকিব নেবেন কিন্ সেটা বড় প্রশ্ন। আবার লিটনকে অধিনয়াক করা হলে সেই চাপে বিশ্বকাপে যদি তিনি ব্যাট হাতে খারাপ করেন তবে সব সমালোচনা হবে লিটনকে ঘিড়ে, যেটা হয়তো বিসিবিও চাইবে না।

 

আরএ/নিউজক্রিকেট২৪

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »