https://scontent.fdac27-1.fna.fbcdn.net/v/t1.0-0/p370x247/69266799_2732683093409813_4383768751321907200_n.jpg?_nc_cat=108&_nc_eui2=AeFLxhpH-COm8Z5TbXlXvNtt6uQWzyg9y0gJ9xtgUpYxbgtFyfQgV0u7Ok_W0FW05phmSTLdlxxqBrxmFyFN9AG436tQk7_IY4FVSo7BwbUxBw&_nc_oc=AQm-m00UhQR1hV_HPBXlztuLmf7-DH6XMozfZuKYOtMgbuMPGoUpk7eU5T80NfsOytk&_nc_ht=scontent.fdac27-1.fna&oh=b8dfa6a6bc076e0dd73927a994344b80&oe=5DFA1E9D »
ক্রিকেট বিশ্বে সাকিব আল হাসান একজনই। তবে সাকিবের মধ্যেও রয়েছে দুইটি ভাগ! যদি অধিনায়ক সাকিব আর ক্রিকেটার সাকিবের কথা বিচার করতে হয় তাহলে অধিনায়কের চেয়ে ক্রিকেটার সাকিবকেই এগিয়ে রাখবেন সবাই। কেননা অধিনায়ক হিসেবে যে খুব বেশি সুখের স্মৃতি নেই সাকিবের!
এর আগেও একবার অধিনায়কত্বের দায়িত্বে ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। তবে টিকে থাকতে পারেননি লম্বা সময় ধরে। বাংলাদেশ দলের টেস্ট ও টি-২০ ফরম্যাটে সাকিবকেই বেছে নিয়েছে বিসিবি। তবে আফগানদের বিপক্ষে ভরাডুবির পর সাকিবের কণ্ঠে ভাসে ভিন্ন সুর।
আফগানদের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলার আগেই একবার বলেছিলেন অধিনায়কত্ব করতে চান না তিনি। বিশাল ব্যবধানে ওই টেস্ট হারার পর আবারও একই কথা বলেছেন সাকিব। সাকিবের এমন সোজাসাপ্টা কথার জবাবে এবার পাপন জানালেন টেস্ট খেলতেই চান না সাকিব!
পাপনের ভাষ্য, ‘টেস্ট খেলায় সাকিবের আগ্রহ নেই। অধিনায়কত্ব নিয়ে তাই সে এমন কথা বলছে।’
টেস্ট খেলার ইচ্ছে নেই বলেই মাঝেমধে বিশ্রাম নিত সাকিব এমনটাই জানালেন পাপন। ‘টেস্ট খেলার ইচ্ছে নেই বলেই হয়তো মাঝমধ্যে বিশ্রাম নিত সে। আমাদের ধারণা এমনই।’