সাকিব জানে কিভাবে ফিরতে হয়: শিশির

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ফিক্সিংয়ের জন্য জুয়ারির কাছে থেকে প্রস্তাব পেয়ে তা ফিরিয়ে দেন সাকিব আল হাসান। তবে ম্যাচ জুয়ারির এমন প্রস্তাবের কথা আইসিসির কাছে না জানানোয় শাস্তির মুখে পড়তে হয়েছে সাকিব আল হাসান কে । সাকিব উক্ত কারণে এক বছরের জন্য মাঠের ক্রিকেটে নিষেধাজ্ঞায় পড়েছেন।

সাকিব জানে কিভাবে ফিরতে হয়, সাকিব আবারও ফিরবে ক্রিকেটে আরও শক্তিশালী হয়ে। সাকিবের নিষেধাজ্ঞা পড়ার পর নিজের ফেসবুকে সাকিবের সহধর্মিণী শিশির উম্মে আল হাসান লিখেন, ‘ কিংবদন্তিরা একদিনে হয় না। কিংবদন্তিদের অনেক বাধা-বিপত্তি পেরিয়ে আসতে হয়। অনেক কঠিন সময় আসে কিন্তু কিংবদন্তিরা ভেঙ্গে পড়ে না। তারা মনোবল শক্ত করে আবারও ফিরে আসে। আমরা জানি সাকিব মানসিক ভাবে কতটা শক্তিশালী । সাকিব আবারও ফিরবে, আগের থেকেও শক্তিশালী রূপে। ‘

সাকিবের পাশে সর্থকদের পেয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শিশির। তিনি বলেন, ‘ মনে করুন এটা কেবল নতুন কিছুর শুরু। সে ইনজুরিতে পড়ে অনেক সময় ফিরে এসেছেন। আমরা দেখেছি সে বিশ্বকাপে কিভাবে ফিরেছেন আর খেলেছেন৷ সে যে ফিরবে এটা বিশ্বাস রাখুন। তার ফেরা সময়ের ব্যাপার। তবে আপনারা যে পরিমান ভালোবাসা দিয়েছেন তাতে আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। এভাবেই পুরো জাতিকে এক থাকা উচিত। ‘

সাকিবের নিষেধাজ্ঞায় শোকের ছায়া নেমে এসেছে বাংলার ক্রিকেট আকাশে। সাকিবের এমন নিষেধাজ্ঞা কোন ভাবেই মেনে নিতে পারছেন না বাংলার ক্রিকেট সমর্থকরা। সাকিবের এমন নিষেধাজ্ঞায় মিস করতে হচ্ছে ২০২০ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপ। বিশ্বকাপ ছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিরিজ মিস করবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

২০২০ সালের ২৯ অক্টোবর মাঠে ফেরার কথা রয়েছে সাকিবের। তবে এই এক বছরে সাকিব আইসিসির কোন নিয়ম অমান্য করলে আরও এক বছর বেড়ে যাবে সাকিবের শাস্তি।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »