নিউজ ডেস্ক »
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বর্তমান ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল খাঁন গত বেশ কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে দলের তারকা ক্রিকেটারদের নিয়ে লাইভ আড্ডায় মজেছেন। মূলত বর্তমান কঠিন সময়ে দেশের মানুষকে কিছুটা হলেও মানসিক প্রশান্তি দিতে তার এই উদ্যোগ। এরই ধারাবাহিকতায় গতকাল (সোমবার) তামিম লাইভ আড্ডায় নিয়ে এসেছিলেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে সফল অধিনায়ক ও বর্তমান সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজাকে। নিজেদের অনেক বিষয় আড্ডার ছলে শেয়ার করেন একে অপরের সাথে।
এক পর্যায়ে কথা উঠে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসানকে নিয়ে। দুজনেই মজে ছিলেন সাকিব বন্দনায়। বিশ্বকাপে সাকিবের তিনে খেলার ব্যাপারে সবচেয়ে বড় ভুমিকা রেখেছেন মাশরাফি। কারণ তিনি জানেন, সাকিব দলের সবচেয়ে নির্ভরযোগ্য খেলোয়াড়। ইংল্যান্ডের বিশ্বজয়ী অলরাউন্ডার বেন স্টোকসের সাথে সাকিবের তুলনা করেন মাশরাফি।
মাশরাফির সুরে সুর মিলিয়ে তামিমও বলেন, ‘সাকিব ক্যারিয়ার শেষে সেরাদের কাতারে থাকবে।’
তামিমের এই কথায় মাশরাফি একমত নন। সাকিব ইতিমধ্যেই সেরাদের সেরা। এমনটাই মমে করেন মাশরাফি। তিনি বলেন, ‘সাকিব এখনই গ্রেটেস্ট ক্রিকেটার হয়ে গেছেন।’
বাংলাদেশ সময়: ২:৫৩ পিএম
নিউজক্রিকেট/ এমএস