সাকিব আল হাসানকে হত্যার হুমকিদাতা যুবক আটক

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ফেসবুক ভিডিও বার্তায় সাকিব আল হাসানকে হত্যার হুমকি দেওয়া সিলেটের মহসিন তালুকদারকে র‍্যাব আজ মঙ্গলবার সকাল সোয়া এগারোটার দিকে গ্রেফতার করে। তার নামে আইসিটি আইনে মামলা করা হবে।

সিলেট সদর উপজেলার শাহপুর তালুকদার পাড়ার আজাদ বক্স তালুকদারের ছেলে মহসিন তালুকদার গত রোববার (১৫ই নভেম্বর) তার ১২ টার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি ‘Mohsin Talukdar’ থেকে এক ভিডিও বার্তায় সাকিবকে অকথ্য ভাষায় গালাগাল সহ প্রাণনাশের হুমকি দেয়।

সম্প্রতি সাকিব কলকাতায় পূজা উদ্ভোধন করতে গেছেন এমন গুজব সহ ভক্তের মোবাইল ভাঙ্গার ইস্যুতে সাকিবের উপর ক্ষোভ প্রকাশ করেছেন ভক্ত সহ অনেকেই। সেই ইস্যুকে কেন্দ্র করেই মহসিন তালুকদার সাকিবকে হত্যার হুমকি দেয়। গতকাল সোমবার সন্ধ্যার সাকিব নিজের ফেসবুক আইডি থেকে তাকে নিয়ে আলোচিত ইস্যুর ব্যাপারে মুখ খোলেন। একই সাথে তিনি দেশবাসী ও ভক্তদের কাছে ক্ষমাও চান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »