মমিনুল ইসলাম »
সাকিব আল হাসান বিশ্ব ক্রিকেট দরবারে বাংলাদেশের সবচেয় বড় বিজ্ঞাপন, সবচেয়ে বড় ব্র্যান্ড। যেখানে কেবলই ছোট ছোট ক্রিকেটীয় অর্জনের এক বিশাল পাহাড়। সাকিব আল হাসানকে বাংলাদেশের ক্রিকেটের এভারেস্ট বললে মনে হয় কেউ দ্বিমত পোষণ করবেন না। একজন সাকিব আল হাসানের কল্যাণে বাংলাদেশ ক্রিকেট যোজন-যোজন এগিয়ে গেছে। বিশ্বের বুকে বাংলাদেশের পতাকাকে বুকে নিয়ে গর্বের সাথে দেশের নাম উজ্জ্বল করে চলেন।
আইসিসির নিষেধাজ্ঞার কারনে আগামী এক বছর ক্রিকেটে দেখা যাবে বাংলাদেশের এই পোস্টারবয়। আগামীকাল থেকে মাঠে গড়াচ্ছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ বঙ্গবন্ধু বিপিএলের। তবে বাংলাদেশের এমন টুর্নামেন্টে দেখা মিলবে না বিশ্বসেরা এই অলরাউন্ডারকে। আগামী এক বছর কোথায় কি দাঁড়াবে বাংলাদেশের ক্রিকেট কে বা জানে। তবে একজন সাকিব আল হাসানের না থাকা যে বাংলাদেশকে বেশ ভালোভাবেই ভোগাবে এতে কোন সন্দেহ নেই দর্শক, সতীর্থ কিংবা ক্রিকেট বিশ্লেষকদের ।
আগামী এক বছর ক্রিকেটে না থাকায় বাংলাদেশি সমর্থকরা মিস করবে বেশ তাকে। বাংলাদেশি সমর্থকদের পাশাপাশি মিস করবেন ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল। গতবছর বিপিএলের ষষ্ঠ আসরে খেলেছেন ঢাকা ডাইনামাইটসের হয়ে। সাকিবের অধিনায়কত্বে খেলার সুযোগ হয়েছিলো রাসেলের। এছাড়াও আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে খেলেছেন সাকিব-রাসেল। তবে এবারের বিপিএলের দেখা মিলবে না সাকিবের৷ রাসেল বিশ্বাস করেন আগামী এক বছর আরও শক্তিশালী হয়ে ফিরবেন সাকিব।
তিনি বলেন, ‘সাকিব দারুণ একজন খেলোয়াড়, বেশ স্মার্ট বোলার আর ভালো হিটারও বটে তাই তো পুরো বিপিএলই তাকে মিস করবে। সর্বশেষ বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেছে সাকিব। তবে এটা দুঃখজনক ব্যাপার যে সাকিবকে এবারের বিপিএলে দেখা যাবে না। আপনি জানেন যে সাকিব এখনও তরুণ তার এই নিষেধাজ্ঞা শেষে সে আরও শক্তিশালী হয়ে ফিরবে আর তাকে সঠিক জায়গায় নিয়ে যেতে সহায়তা করবে।’