সাকিব আমাদের সময়ে খেললে নিজেকে ভাগ্যবান মনে করতামঃ বুলবুল

নিউজ ডেস্ক »

সাকিব আল হাসান এবং আমিনুল ইসলাম বুলবুল দুজনকে বাংলাদেশের দুই যুগের দুই সেরা ক্রিকেটার হিসেবেই বিবেচিত করা হয়। তারা দুজনেই যদি একসঙ্গে বাংলাদেশ দলে খেলতেন তাহলে কেমন হতো? এমন প্রশ্ন বাংলাদেশের অনেক ক্রিকেট প্রেমীর মনেই উঁকি দিয়ে থাকে। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের এই প্রথম সেঞ্চুরিয়ান বুলবুল জানিয়েছেন, সাকিবকে তান সময়ে নিজের দলে পেলে অনেক খুশি হতেন তিনি।

সম্প্রতি এক পোর্টালে লাইভ আড্ডায় অতিথি হয়ে এসেছিলেন বুলবুল। এক পর্যায়ে তিনি বলেন, সাকিবের মতো খেলোয়াড়ের সঙ্গে খেলতে পারলে নিজেকে অবশ্যই বড় ভাগ্যবান মনে করতেন তিনি। ক্রিকেট মাঠের তিন ফরম্যাটেই সাকিব যেভাবে বিশ্বমানের পারফর্ম করে যাচ্ছে তাকে পছন্দ না করে থাকার কোন উপায় নেই বলেছেন বুলবুল।

সাকিব বিষয়ে বলতে যেয়ে বুলবুল বলেন, ‘সাকিব যদি আমাদের আমলে খেলতো তাহলে আমি খুব খুশি হতাম ওকে দলে পেলে। ও নিঃসন্দেহে দলের জন্য অনেক বড় কিছু। একবার সাকিবকে মেসেজ পাঠালাম আমি জিজ্ঞেস করলাম তুমি যে নিউজিল্যান্ডের ওই ম্যাচে আর্ম বল করলা সেটা কিভাবে করলা? ও উত্তর দিলো, হয়ে গেছে ভাই। সাকিবের মত বোলারকে যদি আমি নিজে খেলতে পারতাম ওই সময়ে তাহলে নিজেকে খুবই ভাগ্যবান মনে করতাম।’

সাকিব যে বাংলাদেশের হয়ে খেলছে এটাই বড় পাওয়া বলে মনে করেন বাংলাদেশ দলের সাবেক এই ওপেনার। তিনি এ বিষয়ে আরো বলেন, ‘আমরা খুবই ভাগ্যবান, আমাদের দেশে ওর মতো একজন ক্রিকেটার সার্ভিস দিয়ে যাচ্ছে। ব্যাটিং, বোলিং ফিল্ডিং এবং ক্রিকেট জ্ঞান সব দিক থেকেই সাকিব অনন্য। আপনি খেয়াল করলে দেখবেন যে প্রতিটা ফরম্যাটে সে যেভাবে বোলিং ব্যাটিং এবং একইসাথে ফিল্ডিং করছে সেটি দুর্দান্ত।’

নিউজক্রিকেট/শাওন

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »