https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বাংলাদেশ ক্রিকেট দলের দুই সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদএর মধ্যে চলছে চরম দ্বন্দ্ব এমন খবর ভাইরাল হয় বিশ্বকাপ চলাকালে। এতদিন মুখে কুলুপ এঁটে বসে থাকলেও এবার মুখ খুলেছেন রিয়াদ।
বিশ্বকাপে বাংলাদেশ দলের বাজে অবস্থার কারণ চিহ্নিত করতে গিয়ে একাধিক মিডিয়ায় খবর প্রকাশ হয় দুই সিনিয়রের দ্বন্দ্বের কথা। ড্রেসিংরুম থেকে শুরু করে এই দ্বন্দ্বে প্রভাব যে মাঠের ক্রিকেটেও পড়েছিল এমনতাই ধারণা করেছিলেন অনেকে। এমন বিতর্কিত ইস্যু নিয়ে এবার তাই সোজাসাপ্টা জবাব দিলেন রিয়াদ।
রিয়াদ জানান, ‘এমন ব্যাপারে মন্তব্য না করাই ভালো। শুধু বলবো কিছু বিষয় এবভাবে উপস্থাপন না করলেও পারতো। আমার কোনো সতীর্থের সাথে গণ্ডগোল হয়েছে বলে আমার মনে হয় না। সবাই আমরা ভালো বন্ধু।’
সমালোচকদের ইঙ্গিত করে তিনি আরও বলেন, ‘আপনাদের ড্রেসিংরুমে স্বাগতম। এসে দেখতে পারেন আমরা কীভাবে চলি, মজা করি, ছোট-বর সবাই মিলে কতটা মজা করে সময় কাটাই।’
নিজের সাম্প্রতিক ফর্ম নিয়ে তিনি বলেন, ‘আমার পক্ষ থেকে শতভাগ চেষ্টা করে যাচ্ছি। সবসময় বলে আসছি, আজও বলছি, পরবর্তিতেও বলবো সবার সাথে যেন মিলেমিশে থাকতে পারি ও দলের জন্য ভালো কিছু করতে পারি।’