নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্রের নাম সাকিব আল হাসান। রেকর্ড ভাঙা-গড়ার জন্যই যেন তার জন্ম।ইতিমধ্যে তার উজ্জ্বল ক্যারিয়ারে নামের পাশে বসিয়েছেন অগনিত রেকর্ড।
তবে এবার তার একটি রেকর্ড খুব সম্ভবত খোয়াতে যাচ্ছেন তিনি। আসন্ন আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে তাইজুল ইসলাম যদি একটি মাত্র উইকেট লুপে নিতে পারেন, তাহলে ভেঙে যাবে সাকিব আল হাসানের দ্রুততম ১০০ টেস্ট উইকেট নেওয়ার রেকর্ড।এই মুহূর্তে তাইজুল ইসলামের সাদা পোশাকে উইকেট সংখ্যা ৯৯ টি, আর ম্যাচ খেলেছেন ২৪ টি।
সমান সংখ্যক উইকেট নিতে সাকিব আল হাসান খেলেছেন ২৮ টি ম্যাচ।তাই নিশ্চিত করে বলা চলে তাইজুলের হাতে পরবর্তী যে কোন ম্যাচেই সাকিব খোয়াতে যাচ্ছেন তার রেকর্ড এর মুকুট হতে একটি রেকর্ড পালক।
আসন্ন আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে যদি তাইজুল একটি উইকেট লুপে নিতে সক্ষম হন তাহলেই নিজের ২৫ তম ম্যাচে দেশের হয়ে দ্রুততম ১০০ টেস্ট উইকেট সংগ্রহ করার নতুন রেকর্ড গড়বেন তাইজুল।