সাকিবের রেকর্ডে ভাগ বসালেন শাহীন আফ্রিদি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশিবার পাঁচ উইকেট নেওয়ার কীর্তিতে সাকিবের পাশে এখন শাহীন আফ্রিদির নাম। ৩০২ ম্যাচ খেলে টি-টোয়েন্টি ক্যারিয়ারে চারবার পাঁচ উইকেট শিকার করেন সাকিব। আর মাত্র ৫৬ ইনিংস খেলেই সেই রেকর্ড ছুঁয়ে ফেললেন পাকিস্তানি পেসার শাহীন আফ্রিদি।

চলমান পাকিস্তান ন্যাশনাল কাপে সিন্ধের বিপক্ষে পাঁচ উইকেট শিকারের মাধ্যমে নিজের ৫৬ তম টি-টোয়েন্টিতে ৪র্থ বারের মতো পাঁচ উইকেট শিকার করেন শাহীন আফ্রিদি। আর একবার পাঁচ উইকেট পেলেই ধরে ফেলবেন লাসিথ মালিঙ্গাকেও! টি-টোয়েন্টিতে ২৮৯ ম্যাচে সর্বোচ্চ ৫ বার পাঁচ উইকেট শিকার করেন লংকান পেসার লাসিথ মালিঙ্গা। সবচেয়ে কম ইনিংস খেলেই চারবার পাঁচ উইকেট শিকারের রেকর্ড করেন শাহীন আফ্রিদি। তার আগে এই রেকর্ডটি ছিলো আফ্রিকান অলরাউন্ডার ডেভিড উইজির দখলে। ২০৩ ম্যাচ খেলে চারবার টি-টোয়েন্টিতে পাঁচ উইকেট শিকার করেন উইজি।

গত ৫ ম্যাচে এ নিয়ে তৃতীয়বার ইনিংসে ৫ উইকেট শিকার করেন ২০ বছর বয়সী এই পেসার। সোমবার (৫ অক্টোবর) আসরের ১১তম ম্যাচে সিন্ধের মুখোমুখি হয় তার দল খাইবার পাখতুনখাওয়া। সিন্ধের বড় সংগ্রহের শাহীন আফ্রিদির দূর্দান্ত বোলিংয়ে পাঁচ উইকেট লাভ করেন তিনি। কিছুদিন আগেই ইংল্যান্ডের ঘরোয়া লীগ টি-টোয়েন্টি ব্লাস্টেও পাঁচ উইকেট শিকার করেন শাহীন।

শুধু সাকিবের কীর্তিতেই ভাগ বসাননি শাহীন, রাশিদ খানকে টপকে টি-টোয়েন্টিতে এবছর সবচেয়ে বেশি উইকেট শিকারীর নাম এখন শাহীনের। আফগান লেগী রাশিদ খান এখন পর্যন্ত ৩৩ উইকেট শিকার করেছেন, শাহীন আফ্রিদি শিকার করেছেন ৩৬টি।

নিউজক্রিকেট/এইচএএম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »