https://scontent.fdac27-1.fna.fbcdn.net/v/t1.0-0/p370x247/69266799_2732683093409813_4383768751321907200_n.jpg?_nc_cat=108&_nc_eui2=AeFLxhpH-COm8Z5TbXlXvNtt6uQWzyg9y0gJ9xtgUpYxbgtFyfQgV0u7Ok_W0FW05phmSTLdlxxqBrxmFyFN9AG436tQk7_IY4FVSo7BwbUxBw&_nc_oc=AQm-m00UhQR1hV_HPBXlztuLmf7-DH6XMozfZuKYOtMgbuMPGoUpk7eU5T80NfsOytk&_nc_ht=scontent.fdac27-1.fna&oh=b8dfa6a6bc076e0dd73927a994344b80&oe=5DFA1E9D »
আফগানিস্তান এবং বাংলাদেশের মধ্যকার চলতি টেস্টে নিজের নামের পাশে আরো একটি রেকর্ড বসালেন আফগান অধিনায়ক রশিদ খান। এই নিয়ে চলমান টেস্টে এখন পর্যন্ত দুটি রেকর্ড নিজের নামের পাশে বসিয়েছেন রশিদ। চলতি টেস্টে অধিনায়ক হিসেবে টস করতে নেমে বনে যান টেস্ট ইতিহাসের সর্বকনিষ্ঠ অধিনায়ক। এরপর প্রথম ইনিংসে অধিনায়ক হয়ে ব্যাট-বল উভয় হাতে অসাধারণ পারফরম্যান্স করে আরো একটি রেকর্ড নিজের করে নেন তিনি।
অধিনায়ক হিসেবে নিজের অভিষেক ম্যাচে ব্যাট হাতে ৫০ এবং বল হাতে ৫ উইকেট নিয়ে অনন্য এই রেকর্ড তালিকায় নিজের নাম বসিয়েছেন রশিদ। এর আগে টেস্ট ইতিহাসে বাংলাদেশী পোস্টারবয় সাকিব আল হাসান সহ এই রেকর্ড এর অংশীদার ছিলেন ইমরান খান ও স্ট্যানলি জ্যাকসন। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে সাদা পোশাকে অধিনায়ক হিসেবে নিজের অভিষেক ম্যাচে এই রেকর্ড করেছিলেন সাকিব।
-মারুফ হোসেন ইফতি