সাকিবের মামলায় আমিনুলকে মনে করালেন আইন উপদেষ্টা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয় ও সদ্য ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী সরকারের সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। এই মামলার যথার্থ নিয়ে আলোচনা হচ্ছে ব্যাপক। মামলার দায় মাথায় নিয়েই পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলে দলকে দূর্দান্ত জয় এনে দিতে বল হাতে ভূমিকা রেখেছেন।

সাকিবের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে বলে অনেক ক্রীড়াবিদ দাবী করছেন। সেই সাথে সাকিবের মামলার বিষয়ে আইন উপদেষ্টা সহ অনেকেই কথা বলছেন। সাকিবের মামলা নিয়ে কথা বলতে গিয়ে আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল বলেন,

‘আমিনুল তো বাংলাদেশ রাষ্ট্রের জন্য পুরস্কার বয়ে এনেছিল। এনেছিল না? জাতীয় দলের ক্যাপ্টেন ছিল। আমিনুলকে যেভাবে অত্যাচার করা হয়েছে, তখন কি আপনারা প্রশ্ন করেছিলেন?’

‘আমিনুলকে যখন গ্রেপ্তার করা হয়েছে, দিনের পর দিন জামিন দিচ্ছিল না। দিনের পর দিন। আমি নিজে শুধু প্রথম আলোতে কলাম লিখেছি। আপনাদের কাউকে লিখতে দেখি নাই, আপনাদের পত্রিকায়।’

সাকিবের বিষয়ে বিসিবি সভাপতি বলেন, ‘সাকিবের বিরুদ্ধে অভিযোগ এখনো এফআইআর পর্যায়ে আছে। এরপরও অনেকগুলো ধাপ আছে। যতক্ষণ না তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে, ওকে আমরা খেলাব। পাকিস্তান সফরের পর দল ভারতে যাবে। সেখানেও আমরা সাকিবকে চাই।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »