নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সাকিব আল হাসান বাংলাদেশের সর্বকালের ক্রিকেটার; এ নিয়ে কোনো মতবিরোধ নেই। এটা বরং স্বাভাবিক। কেননা এখনো ব্যাটে বলে দলের সেরা ক্রিকেটার সাকিব। সাকিবের পারফরম্যান্সের গ্রাফ যতটা উপরে উঠেছে বাংলাদেশ যেন ঠিক ততটাই নিচে নামছে। এই পরিস্থিতি থেকে বের হতে সাকিবকেই লাগবে বলে মন্তব্য করছেন সাবেক ভারতীয় ক্রিকেটার পার্থিব প্যাটেল।
ভারতের সাবেক এই উইকেটকিপার ব্যাটার মনে করেন, বাংলাদেশকে ভালো করতে, ক্রিকেটারদের পারফরম্যান্স বের করে আনতে সাকিব এবং বোর্ডকে একসঙ্গে কাজ করতে হবে। কদিন আগে বাংলাদেশের টি-টোয়েন্টি দলের কনসালটেন্ট শ্রীধরন শ্রীরামও একই কথা বলেছিলেন।
শ্রীরাম বলেছিলেন, “টি-টোয়েন্টি ক্রিকেট নিয়ে সাকিবের দৃষ্টিভঙ্গি দেখে খুব ভালো লেগেছে। সে খুবই আধুনিক, সবসময় চাঙ্গা থাকে এবং আমরা একই অবস্থানে আছি।”
ক্রিকবাজের সঙ্গে আলাপকালে পার্থিব বলেন, “বাংলাদেশ যদি ভালো ফলাফল করতে চায় বা দলে যেসব প্রতিভাবান ক্রিকেটার আছে তাদের সেরাটা বের করে আনতে চায় তাহলে বোর্ড এবং সাকিবকে একসঙ্গে কাজ করতে হবে। তাদের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। সে অভিজ্ঞ, বিশ্বের অন্যান্য লিগে খেলেছে এবং পারফর্ম করছে।”
তিনি আরও বলেন, “দলে আপনি অনেক সমস্যা দেখবেন, আপনি রাতারাতি চ্যাম্পিয়নও হবেন না। আমরা যে কথাগুলো বলছি সেগুলোর জন্য অভিজ্ঞ কাউকে দরকার, প্রক্রিয়া অনুসরণ করবে এমন কাউকে দরকার। এটাই এই মুহূর্তে সবচেয়ে জরুরী। সাকিব এই কাজটা ভালো পারেন।”