সাকিবের বদলে দলে আসছে তরুণ অধিনায়ক!

https://scontent.fdac27-1.fna.fbcdn.net/v/t1.0-0/p370x247/69266799_2732683093409813_4383768751321907200_n.jpg?_nc_cat=108&_nc_eui2=AeFLxhpH-COm8Z5TbXlXvNtt6uQWzyg9y0gJ9xtgUpYxbgtFyfQgV0u7Ok_W0FW05phmSTLdlxxqBrxmFyFN9AG436tQk7_IY4FVSo7BwbUxBw&_nc_oc=AQm-m00UhQR1hV_HPBXlztuLmf7-DH6XMozfZuKYOtMgbuMPGoUpk7eU5T80NfsOytk&_nc_ht=scontent.fdac27-1.fna&oh=b8dfa6a6bc076e0dd73927a994344b80&oe=5DFA1E9D »

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের সিরিজ শুরুর আগে বাংলাদেশ দলের টেস্ট ও টি-২০ অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছিলেন অধিনায়ক হিসেবে তিনি থাকতে চান না। অর্থাৎ, অধিনায়কত্বের বোঝা যে তার কাঁধে বেশ ভারি সেটা বুঝা যাচ্ছিল স্পষ্টভাবেই।

অন্যদিকে সাকিবের অধিনায়কত্ব নিয়ে বাংলাদেশের ক্রিকেট এখন সরগরম থাকার পর সাকিবকে নিয়ে মুখ খুলেছেন খালেদ মাহমুদ সুজন। ওয়ানডে ফরম্যাটে মাশরাফি অধিনায়ক থাকলেও বাকি দুই ফরম্যাটে তরুণ নেতৃত্বের কথাও জানিয়েছেন সুজন।

তিনি বলেন, ‘অন দ্য ফিল্ডে সাকিব খুবই ভালো অধিনায়ক। তার মাথা অন্য যে কারো থেকে ভালো। মাশরাফির চেয়েও ভালো অনেকে বলে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সেরা সাকিব, এতে কোনো যুক্তিতর্ক নেই। তার চেয়ে ভালো কেউ আছে বলে আমার জানা নেই।’

‘কিন্তু এমন একজন সুপার পারফরমার যদি অধিনায়ক হিসেবে যদি এনজয় করতে না পারে তাহলে তার পারফরম্যান্স খারাপ হবে। আমার মনে হয় অধিনায়ক সাকিবের চেয়ে পারফরমার সাকিবের বেশি দরকার বাংলাদেশ দলে। তাই সাকিব যদি এনজয় করতে না পারে তাহলে বিকল্প খোঁজা যেতেই পারে।’

অধিনায়ক হিসেবে তরুণ ক্রিকেটারদের অন্তর্ভূক্তি সম্পর্কে যুক্তি দেখিয়ে সুজন আরও বলেন, ‘সাকিব-মুশফিক যখন অধিনায়ক ছিল তখন তাদের বয়স কত ছিল? ২২-২৪। এই বয়সের কাউকে এখন অধিনায়ক করলে ক্ষতি কি? বাংলাদেশ দলে ক্যাপ্টেন্সিটা খুব বেশি ম্যাটার করে বলে মনে হয় আমার। আমরা এখনও এমন দল হয়ে উঠিনি যে ক্যাপ্টেন দলকে টেনে নিয়ে যাবে। বরং কোয়ালিটি ও গুড প্লেয়ার দরকার।’

সাকিব যদি অধিনায়ক হিসেবে না থাকতে চান তাহলে তরুণ কাউকে অধিনায়ক হিসেবে দায়িত্ব দেয়া হবে বলেও জানান খালেদ মাহমুদ সুজন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »