https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বাংলাদেশ দলে ব্যাটিং করার সময় তিন নম্বর পজিশন নিয়ে পরীক্ষানিরীক্ষা কম হয়নি। কখনও সৌম্য কখনও বা লিটন কিংবা ইমরুল কায়েস থেকে শুরু করে এই পজিশনে খেলানো হয়েছে মুশফিকুর রহিমকেও। তবে এবার বুঝি সেই সমাধান পাওয়া গেল সাকিবের মাধ্যমে।
বিশ্বকাপে এখন পর্যন্ত টাইগাররা খেলেছে তিনটি ম্যাচ। যেখানে দুই হার ও এক জয় রয়েছে বাংলাদেশের। ব্যাট হাতে শুধু বাংলাদেশেরই নয় পুরো বিশ্বকাপের সবাইকে ছাপিয়ে সবার উপরে রয়েছেন্সাকিব ( আসরের ১২ ম্যাচ শেষে)। তিন ম্যাচে মাঠে নেমে সাকিবের সংগ্রহ ২৬০ রান। ইংলিশদের বিপক্ষে ম্যাচে খেলেছেন ১১৯ বলে ১২১ রানের দুর্দান্ত ইনিংস। ম্যাচ শেষে মাশরাফি তাই সাকিবের প্রশংসা করতে ভুললেন না।
মাশরাফি বলেন, ‘তিন নম্বরে সাকিব দুর্দান্ত ব্যাটিং করছে আমাদের পক্ষে। শুধু ব্যাটিংই নয় বল হাতেও অসাধারণ করছে সে।’
ইংলিশদের বিপক্ষে ম্যাচ হারলেও পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন মাশরাফি। ‘আশা করছি বাকি ম্যাচহুলোতে আমরা ঘুরে দাঁড়াতে পারবো। এখনও ৬টি ম্যাচ বাকি আছে আমাদের। পরবর্ত ম্যাচগুলো আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।’