সাকিবের প্রতি আস্থা রয়েছে মাশরাফির

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

গতকাল (২৮ মে) ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে সুবিধা করতে পারেননি বাংলাদেশের স্পিন বোলাররা। পেস বোলিংয়েও মুস্তাফিজ আর মাশরাফি কিছুটা স্বস্তি দিলেও বাকিদের অবস্থাও ছিল না আহামরি ভালো। বাংলাদেশ দলের স্পিন বিভাগের প্রধান শক্তি সাকিব আল হাসান ভারতের বিপক্ষে ম্যাচে মেলে ধরতে পারেননি নিজেকে।

বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব প্রস্তুতি ম্যাচে ভালো করতে না পারলেও মূল পর্বে নিজের সেরাটা দিয়ে দলের জন্য অবদান রাখবে বলে আশা মাশরাফির। পাশপাশি অধিনায়ক ম্যাশ এও জানিয়ে রাখলেন সাকিব স্বরূপে ফিরতে খুব বেশি সময় ব্যয় হয় না।

ভারতের বিপক্ষে ম্যাচের পর টাইগার দলপতি মাশরাফি সাংবাদিকদের জানান, ‘আজকে সাকিব ভালো করতে না পারলেও সে দারুণভাবে ফিরতে পারে। বিশ্বকাপে অসাধারণ কিছু করবে বলেই আমার বিশ্বাস।’

দলের চোট সমস্যা নিয়ে মাশরাফির ভাষ্য, ‘কিছু চোট সমস্যা তো আছে। সাকিবের পাশপাশি পেস বোলাররাও টুকটাক চোটে রয়েছে। আমার মতে আজকে যথেষ্ট করেছি। মনে হয় পারফরম্যান্স ঠিকই আছে। আমি সাইড স্ট্রেনে ভুগছি, রুবেল হ্যামস্ট্রিংয়ে রয়েছে মুস্তাফি আর সাইফউদ্দিন অবশ্য সুস্থ আছে।’

দলের স্পিনাররা খুব বেশি ভালো করতে না পারলেও ভারতের বিপক্ষে ম্যাচে স্পিনারদের থেকে প্রাপ্তি হিসেবে মাশরাফি দেখছেন পরিস্থিতি মোকাবেলা করার সুযোগ। ‘মিরাজ ভালো বল করছে। আজকের ম্যাচে স্পিনারদের আমরা সব কঠিন মুহূর্তে বল করিয়েছি। এতে করে তারা বিশ্বকাপে ঝড়ো ব্যাটিংয়ের সময় বল করতে মানসিকভাবে প্রস্তুত থাকতে পারবে।’ 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »