https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
এবারের বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরম্যান্স বিচার করতে গেলে কেবল চোখে লাগবে সাকিব আল হাসানের ব্যাটিং ও বোলিং। দলের ব্যাটিং অর্ডারে ব্যাটসম্যানরা যখন খাবি খাচ্ছিল প্রতিটি দলের বিপক্ষেই তখন একা হাতে দলের ত্রাতা হয়ে আবির্ভূত হয়েছেন সাকিব।
টাইগাররা যে তিনটি ম্যাচ জিতেছে সেই ম্যাচগুলোর সব কয়টিতেই ম্যাচ সেরার পুরস্কার উঠেছে সাকিবের হাতে। বিশ্বকাপে সাকিবের এমন অতিমানবীয় পারফরম্যান্সের পরও শেষ পর্যন্ত প্রথম রাউন্ডেই থেমে গেছে টাইগারদের স্বপ্ন। সাকিবের জন্য তাই দুঃখ প্রকাশ করেছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে মাশরাফি বলেন, ‘গত দুই ম্যাচে সাকিব ভালো করলেও আমাদের কোনো পার্টনারশীপ ছিল না। ফিফটি ফিফটি গেমে রান তাড়া করতে পারবো ভেবেছিলাম। কিন্তু পার্টনারশীপের অভাবে পারিনি।’
‘সাকিবের জন্য আমি দুঃখ প্রকাশ করতে চাই। বাকিরা দাড়াতে পারলে টুর্নামেন্টটা ভিন্ন হতে পারতো। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগেই সে দুর্দান্ত ছিল। ভালো কয়েকটা ম্যাচে আমাদের বাজে ফিল্ডিংয়ের জন্যই মাশুল গুনতে হয়েছে। কিন্তু আমাদের ব্যাটিং ভালো ছিল।’