নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
একটা সংবাদ, একটা ইমেইল স্তব্দ করে দিয়েছে পুরো বাংলাদেশকে, হাজারও কোটি বাংলাদেশের ক্রিকেট সমর্থকদেরকে। এই দিনটা কি বাংলাদেশের ক্রিকেটের সমর্থকরা ভুলতে পারবেন? আগামী এক বছর একজন সাকিব আল হাসানকে ছাড়া একটি বাংলাদেশ ভাবতে পারবেন তো? ১৬ কোটি মানুষের প্রাণ সাকিব আল হাসান যা প্রমাণ করার জন্য সাকিবকে আর কিছু করতে হবে না মনে হয়। সাকিব যা করে দেখিয়েছেন সেটা করার জন্য আগামী ২০ বছরের একজন সাকিব কি বাংলার জমিনে জন্ম নিবে? প্রশ্নটা তোলা রয়েছে গেলো।
বাংলার ক্রিকেট আকাশের মত কেঁদেছে এক দেশের ক্রিকেট সমর্থকরা। কেউ বা কান্না করেছে, কেউ বা নিজের ফেসবুক ওয়ালে লিখে নিজের আবেগ প্রকাশ করার চেষ্টা করেছে। যার ভক্তরা এমন দরুণ অবস্থায় একবার ভাবুন তো তার সতীর্থরা কেমন আছে? কেউ কি গতকাল একটু নিরিবিলিতে রাত্রী যাপন করতে পেরেছে ? সাকিবের এই দুঃসবাদ কাউকে ঘুমাতে দেয়নি। কাঁদতে কাঁদতে জেগেছিলো পুরো বাংলাদেশ।
সাকিবের এমন দুঃসংবাদ শোনার পর ভক্ত সমর্থকদের মত নিজেদের ফেসবুক পেজে নিজেদের মনের কথা শেয়ার করেছেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মুমিনুল হকরা সহ আরও অনেকে। নিজেদের পোস্টের মাধ্যমে সবাই পাশে থাকার আশ্বাস দিয়েছেন সাকিবকে। সবাই বিশ্বাস করেন সাকিব আবারও ক্রিকেটে ফিরবেন আগের থেকে আরও শক্তিশালী হয়ে।
তবে বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা যেন সবসময়ই সবার থেকে একটু আলাদা। জুনিয়র ক্রিকেট ও দেশের ক্রিকেট ভক্তরা মাশরাফির মাঝে খুঁজে পান অনুপ্রেরণার মন্ত্র। কালকেও সাকিবকে শোনালেন অনুপ্রেরণার বাণী। ভক্ত সমর্থকদের মতো নিজেও ব্যথিত মাশরাফি। তিনি স্বপ্ন দেখেন আজকের নিষিদ্ধ সাকিব ২০২৩ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন।
সতীর্থ সাকিবকে সাহস জোগানোর প্রচেষ্টায় নিজের ফেসবুক পেজে তিনি লিখেন, ‘দীর্ঘ ১৩ বছরের সহযোদ্ধার আজকের ঘটনায় নিশ্চিতভাবেই কিছু বিনিদ্র রাত কাটবে আমার। তবে কিছুদিন পর এটা ভেবেও শান্তিতে ঘুমাতে পারব যে, তার নেতৃত্বেই ২০২৩ সালে আমরা বিশ্বকাপের ফাইনালে খেলব। কারণ নামটি তো সাকিব আল হাসান…!!!’