নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ম্যাচ ফিক্সিংয়ের সাথে যুক্ত না থেকেও শুধুমাত্র বাজিকরের দেওয়া প্রস্তাবের বিষয়টি গোপন করার অভিযোগে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ১ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
ক্রিকেট বিশ্বের এই মহা তারকার নিষেধাজ্ঞার খবরটি বেশ গুরুত্ব সহকারে প্রকাশিত হচ্ছে বিশ্ব মিডিয়ায়।
যদিও বিশ্ব মিডিয়ায় সাকিবকে অপরাধী হিসেবে বিবেচনা করেই শিরোনাম করেছে সংবাদ মাধ্যম গুলো।সংযুক্ত আরব আমিরাতের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম “গালফ নিউজ” সাকিবের নিষেধাজ্ঞা নিয়ে শিরোনাম করেছে “আইসিসি কর্তৃক সাকিব আল হাসানকে দুই বছরের নিষেধাজ্ঞার ঝাপটা”।যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মেট্রো সাকিবের নিষেধাজ্ঞা এই বিষয়ে সাকিবের ভুলকে ভুল হিসেবেই তুলে ধরেছে এবং সাকিবের ভুল স্বিকার ও শাস্তি মেনে নেওয়ার বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে।
এইদিকে এএফফি তাদের শিরোনামে লিখেছে “সাকিবের অসাধুতা”। ডেইলি মেইল সাকিবের এই নিষেধাজ্ঞার ঘটনায় লিখতে গিয়ে টেনে এনেছে বিশ্বকাপে সাকিবের পারফরমেন্সকে অভিনয় হিসেবে উল্লেখ করেছে।ইন্ডিপেন্ডেন্টের নিউজে তারা সাকিবের এই বিষয়ে ভুল থেকেও শাস্তির বিষয়টিকে প্রাধান্য দিয়ে শিরোনাম সাজিয়েছে।বিবিসি তাদের শিরোনাম করেছে “বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান দুর্নীতির দায়ে নিষিদ্ধ”।বিবিসির মতো একই শিরোনাম প্রকাশ করেছে গার্ডিয়ান।দ্যা টেলিগ্রাফও সাকিবের এই ভুলকে দুর্নীতি হিসেবে উল্লেখ করে তাদের শিরোনাম সাজিয়েছে।
তবে আন্তর্জাতিক গণমাধ্যম গুলোর থেকে কিছুটা ব্যতিক্রম সংবাদ প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম। ভারতীয় গণমাধ্যম গুলো সাকিবকে বিশ্বমিডিয়ার মতো অপরাধী বানিয়ে শিরোনাম নআ করে তারা তুলে ধরেছে সত্য গল্পটা।ভারতীয় নামকরা সংবাদমাধ্যম সাকিবকে সমর্থন দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য তুলে ধরেছে তাদের শিরোনামে।