নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
মিরপুরে নিজের টেস্ট ক্যারিয়ারের বিদায়ী ম্যাচটি খেলার ইচ্ছা পোষণ করেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু, মিরপুরে বিদায়ী টেস্ট খেলা হচ্ছে না, ইচ্ছেপূরণের আনন্দ খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি সাকিব আল হাসানের। সবাই, সব পক্ষ রাজি ছিলো। কিন্তু কি থেকে কি হলো রাতের মধ্যে বদলে গেলো পরিস্থিতি। আসছেন না সাকিব আল হাসান। মাঠ থেকে বিদায় নেয়ার স্বপ্ন এখন দুঃস্বপ্ন।
আজ (বৃহস্পতিবার) সকালে দুবাই থেকে সাকিব জানিয়েছেন সরকার ও বিসিবি থেকে আপাতত দেশে না আসার পরামর্শ দেয়া হয়েছে তাকে। এবং সেটা তার নিরাপত্তার কারণেই। তাই দুবাইয়ে অবস্থান করা সাকিবকে ফিরে যেতে হবে যুক্তরাষ্ট্রে।
আজ সন্ধ্যায় ক্রীড়া উপদেষ্টা গণমাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই বিসিবিকে এই পরামর্শ দিয়েছেন। খেলোয়াড়দের নিরাপত্তার পাশাপাশি আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে দেশের ভাবমূর্তিও তার কাছে বড়। তাই আপাতত খেলতে আসার ক্ষেত্রে নিরুৎসাহিত করে বিসিবিকে পরামর্শ দিয়েছেন। বিসিবিও সে অনুযায়ী ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন।
ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, আমি নিজেও চেয়েছি, সাকিব আল হাসানের মতো একজন ক্রিকেটার দেশের মাটিতে অবসর নিক। সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। তবে, প্রথম দিকেই বলেছি সাকিব আল হাসানের আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে জনমনে ক্ষোভ রয়েছে যা স্বাভাবিক। রাজনৈতিক অবস্থান স্পষ্ট করাসহ জনমনের ক্ষোভ নিরসনে তিনি ফেসবুক পোস্ট দিলেও সাম্প্রতিক প্রতিবাদে প্রতীয়মান হয়েছে যে তা যথেষ্ট ছিল না।