https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
এবারের বিশ্বকাপে বাংলাদেশ দলের সেরা তো বটেই পুরো টুর্নামেন্টেই সেরা রান সংগ্রাহকের তালিকায় সবার উপরে রয়েছেন সাকিব আল হাসান।ইংল্যান্ডের বিপক্ষে যখন দলের সব ব্যাটসম্যানরা খাবি খাচ্ছিলেন তখন একা হাতেই দলকে এগিয়ে নিয়েছেন সাকিব। যদিও সেই ম্যাচে জয়ের দেখা পায়নি টাইগাররা।
তবে এবার আর সেই ভুল নয়। উইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপে নিজের ক্যারিয়ার সেরা ইনিংস খেলার দিন সাকিব বলেন এই ম্যাচে জয়ের প্রেরণাটা আসছিল ড্রেসিং রুম থেকেই। পাশাপাশি পরবর্তী ম্যাচগুলোতে জয় নিশ্চিত করাই এখন তার লক্ষ্য।
সাকিব বলেন, ‘এই দুর্দান্ত জয়ের অনুপ্রেরণাটা আসলে আসছিল ড্রেসিং রুম থেকেই। ৩২২ টার্গেট দেখেও কেউ ভয় পায়নি। সবাই বেশ প্রাণবন্ত ছিল। সবাই কমফোর্টেবল ছিল। কারো চেহারায় টেনশনের ছাপ ছিল না। ভালো খেললে ৩২২ রান করা সম্ভব বলে বিশ্বাস ছিল আমাদের। উইকেটও ব্যাটিংয়ের জন্য খুব ভালো ছিল।’
সাকিব এখন তাকিয়ে আছে নিজেদের পরের চার ম্যাচে এমনটাই জানালেন তিনি। ‘এখনও আরও চারটি ম্যাচ বাকি। নিজে ভালো খেলার চেষ্টা করছি। দল হিসেবেও ভালো খেলার ধারাবাহিকতাটা যেন অব্যহত থাকে সেই চেষ্টা থাকবে। ভালো না খেললে সামনে এগুনো যাবে না।’
শুধু তাই নয় নিজের ব্যাটিংটা খুব উপভোগ করছেন বলেও জানান সাকিব। ‘এটা আমার বেস্ট ব্যাটিং কিনা সেটা আমি জানি না। তবে আমি উপভোগ করছি বেশ। দলকে আমি এখন সাহায্য করতে পারছি। এই ধারতা অব্যাহত রাখতে চাই। দলকেও সামনের দিকে এগিয়ে নিতে চাই।’