https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বাংলাদেশের দেয়া ২৬৩ রানের লক্ষ্যে খেলতে নেমে ইনিংসের ১১তম ওভারে সাকিবের শিকার হয়ে রহমত শাহ ফিরে যাবার পর দশ ওভার পরে অর্থাৎ ইনিংসের ২১তম ওভারে মোসাদ্দেকের স্পিন ঘূর্ণিতে বিভ্রান্ত হন হাশমতউল্লাহ শাহিদি। সেই সুযোগ কাজে লাগিয়ে স্টাম্পিং করতে ভুল করেননি উইকেটরক্ষক মুশফিকুর রহিম। আউট হবার আগে ৩১ বলের বিনিময়ে শাহিদি করেন ১১ রান।
এরপর ইনিংসের ২৯তম ওভারে এসে ব্যক্তিগত পঞ্চম ওভারে জোড়া আঘাত হানেন সাকিব। ওভারের প্রথম বলে গুলবদিন নাইবকে ফিরিয়ে দেয়ার পর একই ওভারের তৃতীয় বলে কোনো রান না করা মোহাম্মদ নবীকেও ফেরান সাকিব।
শেষ খবর পাওয়া পর্যন্ত ২৯ ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ১০৪ রান।