নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ক্রিকেট অঙ্গন ছাড়িয়ে বিশ্বে বইছে এখন সাকিব ইস্যু। বাংলার পোস্টার বয় সাকিব আল হাসান কে আইসিসি থেকে দু বছরের নিষেধাজ্ঞা দিয়েছে, তবে তা কমে এক বছরে ও আসতে পারে। কিন্তু সাকিব প্রেমীরা সাকিব’কে দীর্ঘদিন ২২ গজে দেখতে পারবে না, যা তাদের কাছে খুবই কষ্টকর।ইতিমধ্যে, সাকিবের পাশে অনেক ক্রিকেটীয় তারকা সহ চলচিত্র অভিনেতা ও অভিনেত্রী দাঁড়িছে৷ এবারে সাকিব ইস্যুতে মুখ খুললেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।
বাংলাদেশ ফুটবলকে নিয়ে স্বপ্ন বুনছেন জামাল ভূঁইয়া। কিছুদিন আগে ভারতের মাটিতে ভারতের বিপক্ষে অসাধারণ পারফরম্যান্স করেছে বাংলাদেশ ফুটবল দল। একটুর জন্য জয় থেকে ছিটকে পড়েছেন, প্রথমার্ধ্বে এগিয়ে থেকে খেলা শেষ হওয়ার ২ মিনিট আগে গোল করে সমতায় ফিরে ভারত। তবে জামাল ভূঁইয়া’দের বীরত্ব লেখা থাকবে রূপকথার কাব্যে। সবাইকে মুগ্ধ করেছে তাদের খেলা। সাকিবকে নিয়ে নিজের অভিমত জানান তিনি।
ফুটবল অধিনায়ক জানান, ‘তিনি একজন সত্যিকারের নেতা, দুঃখজনক আমরা এখন সাকিবকে হারিয়েছি। আমি যদি ক্রিকেট খেলা দেখে থাকি তাহলে সেটা শুধুই সাকিবের জন্য। কিন্তু সে যদি আইন না মানে, তাহলে তো শাস্তি পেতেই হবে।’
সাকিব ফিরতে পারে আগামী অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে। তবে সাকিব নিষেধাজ্ঞা থাকায় এক বছরে ৩৬টির মতো ম্যাচ খেলতে পারবেন না। নির্দিষ্ট সময় পর্যন্ত সাকিব আল হাসান সকল ক্রিকেটীয় কার্যক্রম থেকে বিরত থাকবেন।